সম্প্রতি ওয়ালকার্টের হেডকোয়ার্টারে ভিস্তা ইলেকট্রনিক্স এর সাথে ওয়ালকার্টের চুক্তি স্বাক্ষরিত হয়। ভিস্তা ইলেকট্রনিক্স এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ লোকমান হোসেইন আকাশ এবং ওয়ালকার্টের অপারেশন ইনচার্জ শওকত এলাহী এই চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে ভিস্তা ইলেকট্রনিক্স এর পণ্যগুলো পাওয়া যাবে ওয়ালটনের অঙ্গ প্রতিষ্ঠান ওয়ালকার্টে।
ভিস্তা ইলেক্ট্রনিক্স এর পক্ষে চেয়ারম্যান শামসুল আলম পনির, সিনিয়র ডেপুটি ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) জিহাদ রেজা, ডেপুটি ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) ফয়সাল ইসলাম শশী এবং ওয়ালকার্টের পক্ষ থেকে ওয়ালকার্টের ম্যানেজিং ডিরেক্টর এর পার্সোনাল সেক্রেটারি সাবরিনা রশিদ, বিজনেস ডেভেলপমেন্ট এবং ক্যাম্পেইন ইনচার্জ মোঃ নাফিস ইসতিয়াক প্রমুখ উপস্থিত ছিলেন।