কানাডা সরকার চীন থেকে বৈদ্যুতিক যানের আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য পশ্চিমা দেশগুলোর অনুরূপ পদক্ষেপের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
কানাডা ইতিমধ্যেই চীনা বৈদ্যুতিক যানের আমদানিতে ৬ শতাংশের বেশি শুল্ক আরোপ করেছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এর বৃদ্ধির পরিকল্পনার রূপরেখা দিয়েছেন।
ট্রুডো বলেন, “চীনের মতো দেশগুলো আমাদের গুরুত্বপূর্ণ ও গুরুতর শিল্পের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দেয়ার পাশাপাশি কানাডার গাড়ি ও ধাতুশিল্পের কর্মীদের কর্মচ্যুত করে বিশ্ব বাজারে নিজেদেরকে অন্যায্য সুবিধা প্রদানের পথ বেছে নিয়েছে।”
ট্রুডো চীন থেকে আমদানি করা ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপরেও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এই পদক্ষেপগুলো অক্টোবর থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন চীনে তৈরি বৈদ্যুতিক যানের উপর ৩৬.৩ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করার পরিকল্পনা করছে। এদিকে, মে মাসে যুক্তরাষ্ট্রও ১০০ শতাংশ কর চালু করেছে। ওয়াশিংটনের কর্মকর্তারা বলছেন, চীনা ভর্তুকি ব্যবস্থা “ন্যায্য প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র”কে ধ্বংস করেছে।