দেশের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট (aleshamart.com) এ চলছে ফ্যান কালেকশন অফার। চলমান ফ্যান কালেকশনে আলেশা মার্ট থেকে ফ্যান কিনলে থাকছে ৩৫% পর্যন্ত ছাড়। তবে এই অফার চলবে স্টক থাকা অবধি এবং কিছু শর্ত প্রযোজ্য।
আলেশা মার্ট জানায়, “এই গরমে স্বস্তি পেতে চান? তাহলে দেরি না করে ফ্যান অর্ডার করুন আলেশা মার্ট থেকে! কারণ, ফ্যান কালেকশন-এ আলেশা মার্ট-এ চলছে ৩৫% পর্যন্ত ছাড়!”
উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান আলেশা হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান আলেশা মার্ট।