৩৮ কোটি টাকার বিদেশি বিনিয়োগ পেতে যাচ্ছে শ্রেষ্ঠ
বিদেশি বিনিয়োগ পেতে যাচ্ছে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান শ্রেষ্ঠ। সংযুক্ত আরব আমিরাতের দুইটি স্বনামধন্য বিনিয়োগকারী প্রতিষ্ঠান শ্রেষ্ঠতে ৪.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রাথমিক ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ’র একটি অংশ সেলজআপ ও সেবক এ সিড রাউন্ডে এই ৪.৫ মিলিয়ন ডলার বা প্রায় ৩৮ কোটি টাকার বিনিয়োগ করবে। অভ্যন্তরীণ অডিট এবং ডকুমেন্টেশনের কাজ সম্পন্ন হলে খুব শীঘ্রই অফিসিয়ালি চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। পুরো প্রক্রিয়াটি দুই থেকে তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছে শ্রেষ্ঠ।
এ সম্পর্কে শ্রেষ্ঠ ডটকমের সিইও খান ইমরান রাসেল বলেন, “আমরা ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে অনেক দূর এগিয়েছি। বেশ কয়েকটি ইকমার্স জায়ান্ট এবং ইনভেস্টরদের সাথে আমরা বিনিয়োগ নিয়ে কাজ করছি। বিনিয়োগ চূড়ান্ত হবার একেবারে দোরগোড়ায় আমরা। বিনিয়োগের জন্য ডকুমেন্টেশন এবং অডিটের কাজ চলমান আছে, খুব শীঘ্রই আমরা চূড়ান্ত ঘোষণা দিব। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”
উল্লেখ্য, দেশের অন্যতম পরিচিত ই-কমার্স প্রতিষ্ঠান শ্রেষ্ঠ ডট কম এর অঙ্গপ্রতিষ্ঠান সেলজআপ এবং সেবক। শ্রেষ্ঠ ডট কম কাজ করছে পরিপূর্ণ ই-কমার্স ইকোসিস্টেমে অবদান রাখতে। এরই অংশ হিসেবে অনলাইনে পণ্য ও সেবা পৌঁছে দিচ্ছে শ্রেষ্ঠ ডটকম এর মাধ্যমে। দেশীয় উদ্যোক্তাদের পন্য সোর্সিং এর কাজ করছে সেলজআপ। আর অনলাইনের মাধ্যমে হাতের মুঠোয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে ডিজিটাল হোম কেয়ার সার্ভিস “সেবক”, যেটি খুব শীঘ্রই যাত্রা শুরু করতে যাচ্ছে।