সর্বাধিক জনপ্রিয় মেসেজিং এপ ও ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল পরিষেবা হোয়াটসঅ্যাপকে ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা বিধি লঙ্ঘন করায় দুই হাজার ২৭৭ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা (২২৫ মিলিয়ন ইউরো/১৯৩ মিলিয়ন পাউন্ড) জরিমানা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হোয়াটসঅ্যাপকে ইউরোপীয় ইউনিয়নের নিয়ম মেনে চলার পাশাপাশি সংস্থাটিকে ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ ‘ নেওয়ার নির্দেশ দিয়েছে তথ্য সুরক্ষা কমিশন।
হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ জানিয়েছে, ব্যয়বহুল এই জরিমানার বিষয়ে ও তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।
এর আগে জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) নামে পরিচিত ইউরোপীয় ইউনিয়নের নিয়মগুলো কার্যকর হওয়ার পর ২০১৮ সালের ডিসেম্বরে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
এ জরিমানা জিডিআরপি আইনের অধীনে দ্বিতীয় সর্বোচ্চ ও আয়ারল্যান্ড কমিশনের করা সবচেয়ে বেশি।
এ বিষয়ে হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে জানায়, ব্যবহারকারীদের ব্যক্তিগত সেবা ও গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে তারা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের দেওয়া তথ্যের সত্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা আগের মতোই কাজ করে যাব।
তবে ইউরোপীয় ইউনিয়নের নীতি লঙ্ঘনের দায়ে জরিমানা দিতে তারা রাজি নয় বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানিয়েছে সংস্থাটি।