‘এবার খেলা জমবে মাঠে, আর খাওয়া জমবে হাংরিনাকির সাথে’ স্লোগানে দারাজ বাংলাদেশের সহযোগী অ্যাপ-ভিত্তিক ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম হাংরিনাকি আনছে ‘ক্রিকেট ম্যানিয়া’ শীর্ষক নতুন ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে চলমান বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন সময়ে ক্রিকেটপ্রেমীরা বিভিন্ন ডিসকাউন্ট ও অফারে খাবার উপভোগ করতে পারবেন।
হাংরিনাকি টিমের পক্ষ থেকে জানানো হয়, ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিভিন্ন কোড ব্যবহার করে খাদ্য প্রেমীরা ভাউচার ও রেস্টুরেন্ট অফার উপভোগ করতে পারবেন। বিভিন্ন কোড HN45(১৩০ টাকার অর্ডারে ৪৫ টাকা ছাড়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত), HN100 (৪৫০ টাকার অর্ডারে ১০০ টাকা ছাড়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) এবং SHAKIB75 (৩৫০ টাকার অর্ডারে ৭৫ টাকা ছাড়, ১০ সেপ্টেম্বর পর্যন্ত) ব্যবহার করে রেস্টুরেন্ট থেকে সাশ্রয়ী দামে খাবার উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
এই ক্যাম্পেইনে খাদ্য প্রেমীরা বিভিন্ন রেস্টুরেন্টের মেন্যু থেকে পছন্দের খাবার অর্ডার করে ডিসকাউন্ট উপভোগ করবে। কাচ্চি দরবার, মি. মানিক ফুডস, পিৎজ্জাওয়ালা, মিগডোলাস রেস্টুরেন্ট অ্যান্ড বিস্ট্রো, তেহারিওয়ালা – চট্টগ্রা্ম অ্যান্ড হাউস অব শেন সহ বিভিন্ন রেস্টুরেন্টে থাকবে অফার ও মূল্য ছাড়। গ্রাহকদের দৈনন্দিন গৃহস্থালি জিনিসপত্র ও মুদিসামগ্রীতেও মূল্যছাড়ের কথা জানায় তারা।