অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনে ১৪তম গ্রেডে ‘উচ্চমান সহকারী’ পদে নিয়োগের জন্য ২৩ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ বীমা করপোরেশনে ১৪তম গ্রেডে ‘উচ্চমান সহকারী’ পদে নিয়োগের জন্য গত ২৫ জুন বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই বিজ্ঞপ্তির আলোকে আবেদনকারী প্রার্থীদের বাছাইপ্রক্রিয়া সম্পন্ন করে ২৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রাক্-পরিচিতি ও পূর্বকার্যকলাপ–সম্পর্কিত পুলিশ বিভাগের সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি ও প্রযোজ্য ক্ষেত্রে অন্য দলিলাদি যাচাই ও সরকারি অন্যান্য বিধিবিধান প্রতিপালন সাপেক্ষে নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগসংক্রান্ত পরবর্তী সব তথ্য জানার জন্য করপোরেশনের ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে তথ্য-উপাত্তে পরবর্তী সময়ে কোনোরূপ ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।