আগামী ১১ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তির অলিম্পিক-ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ডব্লিউসিআইটি`র ২৫তম আসর। এছাড়া একই সময়ে অনুষ্ঠিত হবে এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের আন্তর্জাতিক সম্মেলন অ্যাসোসিও- ডিজিটাল সামিট ২০২১।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চারদিন ব্যাপী এই বিশ্ব সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেসে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
আইসিটি প্রতিমন্ত্রী জানান, এবারের সম্মেলনে অংশগ্রহণ করছে বিশ্বের ৭৫টি দেশ। প্রদর্শনীর পাশাপাশি থাকছে ৩০টি সেমিনার, মিনিস্টারিয়াল কনফারেন্স ও বি টু বি সেশন। বিশ্বের যেকোন প্রান্ত থেকে অনলাইনে নিবন্ধিত হয়ে এ সম্মেলনে অংশ নেওয়া যাবে।
তিনি জানান, ১১ নভেম্বর মিনিস্টেরিয়াল কনফারেন্সে কি-নোট স্পিকার হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
জুনাইদ আহমেদ পলক বলেন, আইসিটির শক্তিকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের শোষণমুক্ত সোনার বাংলার আধুনিক রূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আর কল্পনা নয়, বাস্তবে রূপান্তরিত হয়েছে।
ফিজিক্যাল এবং অনলাইন রেজিস্ট্রেশনসহ ডব্লিউসিআইটি সম্মেলনের যাবতীয় তথ্য www.wcit2021.org.bd ওয়েবসাইটটিতে পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ- উল-মুনীর।