বছর ঘুরে আবারো ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানসমূহের সবচেয়ে বড় উৎসব টেন-টেন মেগা শপিং ফেস্টিভ্যাল (10-10 MEGA SHOPPING Festival)। ফেস্টিভ্যাল উপলক্ষে দেশের সর্ব বৃহৎ অনলাইনে বইয়ের শপ রকমারি ডট কম থেকে
লক্ষাধিক বই থেকে পছন্দের বই কিনতে বিক্যাশ এর মাধ্যমে পেমেন্ট করলেই ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।এছাড়াও ১৫০০ এর বেশি টাকার অর্ডারে নিশ্চিত ফ্রি শিপিং এবং সাথে থাকছে আরও অনেক সারপ্রাইজ গিফট ও পুরষ্কার।
উল্লেখ , উৎসব চলাকালীন সময়ে সব ই-কমার্স মিলিয়ে সর্বোচ্চ ১০০০ টাকা এবং একটি বিকাশ একাউন্ট থেকে প্রতিদিন ১০% ও সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। যা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।