আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে মেয়েদের দখলে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের রাতের রাজপথ। বুধবার (১৪ আগস্ট) রাতে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতে রাস্তার দখল নিতে শুরু করে মেয়েরা।
কলকাতা থেকে কুচবিহার, বনগাঁ থেকে বেহালা, সব জায়গায় মেয়েদের দখলে চলে গেছে রাতের রাজপথ। এমনকি রাত জাগছে রাজ্যের সীমানা পেরিয়ে দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুও।
ব্য়ানার ফেস্টুন হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে সবার মুখে গর্জে উছে। শত শত নারী সঙ্গে পথে নেমে পুরুষরাও। মশাল হাতে নারীদের মিছিল জমায়েত হতে দেখা যায় আরজি কর হাসপাতালের সামনে। রাতের শহর দখলে নিতে কারো হাতে জাতীয় পতাকা ,আবার কারো মুখে কালো কাপড় বাঁধা।
রাত ৯টার আগে থেকেই ভিড় বাড়তে শুরু করে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে। আট থেকে আশি সব বয়সের নারীদের ভিড় অ্যাকাডেমিতেও। আরজি করের ঘটনার বিচার চেয়ে গর্জে উঠছে স্লোগান। ‘অস্থির হওনা শুধু প্রস্তুত হও, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানকে সামনে রেখে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘রাত দখল’-এর লড়াইয়ে শামিল হয়েছেন বাঁকুড়া জেলার নারীরাও।
এদিকে, শ্যামবাজার মিছিলে অবরুদ্ধ। সিঁথিমোড়েও একই অবস্থা। রাজনৈতিক রং, দলমত নির্বিশেষে চলছে জমায়েত। লক্ষ্যণীয় ভিড় দেখা গেছে অল্পবয়সী মেয়েদের।
প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির নাগরিকরা বুধবার ভারতের স্বাধীনতা দিবসের রাতে রাস্তায় নেমে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশ থেকে নিপীড়নমূলক ব্যবস্থার বিলোপের লক্ষ্যে বিক্ষোভ পালনের ঘোষণা দেন। বিক্ষোভকারীরা ‘মেয়েরা রাত দখল করো’ নামের এই বিক্ষোভ কর্মসূচি ভারতজুড়ে পালন করার ঘোষণা দেন। ইতোমধ্যে এই আন্দোলনের সমর্থনে ভারতের বিভিন্ন প্রদেশে বিক্ষোভ-সমাবেশ শুরু হয়েছে।
সূত্র: আনন্দবাজার, এই সময়