অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের বেটা ভার্সনের জন্য নতুন ফিচার চালু করেছে ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এতে ভয়েস মেসেজের ফিচারে বেশ কিছু পরিবর্তন এসেছে। ভয়েস মেসেজ পাঠানোর আগে তা শুনে ঠিক আছে কিনা নিশ্চিত হতে পারবেন হোয়াটসঅ্যাপ ইউজাররা। গ্যাজেটস নাউ এর বরাতে এ তথ্য জানা গেছে।
পূর্বের ফিচারে ভয়েস মেসেজ রেকর্ড করে সরাসরি পাঠিয়ে দিতে হয়। অনাকাঙ্ক্ষিত ভুল হলেও পরিবর্তন কিংবা সেন্ড না করার সুযোগ ছিল না। নতুন এ ফিচারে ভয়েস মেসেজ রেকর্ড করে সেন্ডকারী তা শুনতে পারবেন এবং দ্বিতীয়বার সংশোধন করারও সুযোগ থাকছে এতে। অনাকাঙ্ক্ষিত ভুলের ক্ষেত্রে প্রথমবার মেসেজ না পাঠিয়ে সংশোধন করে দ্বিতীয়বার ভয়েস মেসেজ পাঠানো যাবে।
ফেসবুক খুব জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। হোয়াটসঅ্যাপকে জনপ্রিয় করে তুলতে এবং এর ব্যবহারকারীদের প্রয়োজনের কথা বিবেচনা করে নতুন ফিচার যোগ করেছে হোয়াটসঅ্যাপ।