মিরর ম্যাগাজিনের আয়োজনে ‘রিয়েল হিরো এওয়ার্ড’ এ বেস্ট অন্ট্রপ্রনার হিসেবে স্বীকৃতি পেলেন হুর নুসরাত প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী নুসরাত আক্তার লোপা। বুধবার (পহেলা সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিভিন্ন খাতে অবদান রাখায় প্রায় ৩০ জন ব্যক্তি ও সংগঠনকে এ রিয়েল হিরো এওয়ার্ড প্রদান করা হয়।
বেস্ট এন্ট্রপ্রনর নির্বাচিত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করে নুসরাত আক্তার লোপা বলেন,” আমি বেশ আনন্দিত। আমরা এই করোনা কালে আমরা যে যুদ্ধটা করেছি সেটার সীমা পরিসীমা নেই।আমরা যে টিকে আছি এটা সফলতা। যারা এই করোনা কালে টিকে আছে তারা ভবিষ্যতে অনেক ভালো করবে। রিয়েল হিরো এওয়ার্ড এর মাধ্যমে যে তাদের ভালো কাজের স্বীকৃতি দেওয়া হলো এটা অনেক বড় পাওয়া। ” দেশীয় কাপড় তুলে কে তুলে ধরার এক অন্যন্য প্রয়াসে কাজ করে যাচ্ছেন হুর নুসরাত সপ বলে জানান তিনি।
এছাড়াও এওয়ার্ড প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উইমেন এন্ড ই কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, উপস্থাপক ফারাবী হাফিজ, পপ অফ কালার লিমিটেড এর প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত মিম, লিজান গ্রুপের পরিচালক তানিয়া হক সুমি, যমুনা টিভির এসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল, নিজের বলার মত গল্প প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, কর্পোরেট ট্রেইনার গোলাম সামদানি ডন, পুলিশ কর্মকর্তা ইফতেখাইরুল ইসলাম, পরিচালক রায়হান রাফি প্রমুখ।
উল্লেখ্য, এই অনুষ্টানের প্রধান স্পন্সর ছিল ই-কমার্স প্রতিষ্ঠান থলে ডট কম এবং অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী বিরেন শিকদার, আব্দুস সালাম মুর্শেদী, থলে ডট কমের সিইও সাকিব মুন্না, অভিনেতা আরেফিন শুভ, অভিনেত্রী নুসরাত ফারিয়া, পূজা চেরি প্রমুখ।