আসন্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) নির্বাচনে রাসেল আহমেদ এর নেতৃত্বে “ওয়ান টিম” ঘোষণা করা হয়েছে। টিম ক্রিয়েটিভ এর রাসেল আহমেদ এর নেতৃত্বে এই প্যানেলে রয়েছেন দেশের প্রযুক্তিখাতের কয়েকজন শীর্ষ ও পরিচিত মুখ, তাদের মধ্যে চালডাল ডট কম এর সিওও জিয়া আশরাফ, গিগা টেক লিমিটেড এর সিইও সামিরা জুবেরি হিমিকা এবং পাঠাও এর সিইও ফাহিম আহমেদ অন্যতম।
সাধারণ বিভাগ –
১। রাসেল টি. আহমেদ, টিম ক্রিয়েটিভ
২। সামিরা জুবেরি হিমিকা, গিগা টেক লিমিটেড
৩। রেজওয়ানা খান, স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেড
৪। একেএম আহমেদুল ইসলাম বাবু, টেকনোগ্রাম লিমিটেড
৫। আবু দাউদ খান, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড
৬। জিয়া আশরাফ, চালডাল লিমিটেড
৭। জামান খান, জামান আইটি
৮। সুজাদুর রহমান, মাইন্ডল্যাবজ
সহযোগী বিভাগ –
তানভীর হোসেন খান, ড্রিমার্জ ল্যাব লি
অধিভুক্ত বিভাগ –
ফাহিম আহমেদ, পাঠাও লিমিটেড
এদিকে, রাসেল টি আহমেদ এর নেতৃত্বে টিম ওয়ান ঘোষণার পরপরই বেসিস সদস্যরা এই প্যানেল জয়ী হবার ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। বেশ কয়েকজন বেসিস মেম্বার জানিয়েছেন, টিম ওয়ানের সবাই বেসিস মেম্বারদের কাছে অত্যন্ত জনপ্রিয়, সদস্যদের অর্ধেকের বেশি এই প্যানেলের সমর্থক।
বেসিস নির্বাচন প্রসঙ্গে চালডালের সিওও জিয়া আশরাফ বলেন, দেশের সফটওয়্যার ও আইটি খাতকে এগিয়ে নিতে আমরা কাজ করতে চাই। আসুন আমরা সবাই দলে যোগ দিই এবং আমাদের প্রিয় বেসিসের উন্নতির জন্য একসাথে কাজ করি।