সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন টিম ক্রিয়েটিভ এবং ক্লাসটিউনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ। গতকাল মঙ্গলবার বেসিস কার্যালয়ে ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটির পদবণ্টন ঘোষিত হয়। গিগাটেকের ব্যবস্থাপনা পরিচালক সামিরা জুবেরি হিমিকা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। এনরুট ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ খান ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন), পাঠাওয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফাহিম আহমেদ বাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) পদে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও পরিচালক নির্বাচিত হয়েছেন টেকনো হেভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুলল্লাহ নিয়ামুল করিম, টেকনোগ্রামের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও একেএম আহমেদুল ইসলাম বাবু, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ড্রিমার্জ ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক তানভীর হোসেন খান, অ্যাডভান্সড ইআরপির (বিডি) ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল এবং ড্রিম৭১ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির।