বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ন্যাশনাল ওয়াশ কনসালট্যান্ট–প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
- পদের নাম: ন্যাশনাল ওয়াশ কনসালট্যান্ট-প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, সমাজবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলজি বা এ ধরনের কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। প্রোগ্রাম ম্যানেজমেন্ট বিশেষ করে প্ল্যানিং, মনিটরিং, ডাটা ম্যানেজমেন্ট ও রিপোর্টিংয়ে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সিস্টেমস অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সেক্টরে এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সার্ভে ডিজাইন ও ম্যানেজমেন্টে পারদর্শী হতে হবে। কোবো কালেক্ট এবং ওএনএ, পাওয়ার বিআই, টাবলিউ ও গুগল ডাটা স্টুডিওর কাজ জানতে হবে। স্প্রেডশিট, গ্রাফিকস ও ডাটা অ্যানালাইসিসে পারদর্শী হতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। ইউনিসেফের লক্ষ্য ও উদ্দেশ্য জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ইউনিসেফ–ঢাকা
বেতন: মাসিক বেতন ২,২৫,০০০ টাকা
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে ফরম পূরণ করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৪।