বৈধ মুদ্রা হিসেবে বিটকয়েনের মাধ্যমে আনুষ্ঠানিক লেনদেন শুরু করেছে এল সালভাদর। বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে ৭ সেপ্টেম্বর থেকে দেশটিতে এই লেনদেন শুরু হয়। এর মাধ্যমে বিশ্বে আর্থিক লেনদেনের নতুন অধ্যায় যুক্ত হলো।
সম্প্রতি আর্থিক লেনদেনের মাধ্যম হিসেবে বিটকয়েনকে স্বীকৃতি দেয় এল সালভাদর। এখন থেকে লেনদেনের জন্য বিটকয়েন গ্রহণ করতে সক্ষম এমন সব ব্যবসা প্রতিষ্ঠান এই ডিজিটাল মুদ্রা গ্রহণ করতে বাধ্য থাকবে।
এই সেবা ব্যবহার করতে সরকারি ডিজিটাল ওয়ালেট অ্যাপ উন্মোচন করেছে সরকার। আশা করা যাচ্ছে, দেশটির কয়েক লাখ নাগরিক এই অ্যাপ ডাউনলোড করবেন। এই ওয়ালেট ব্যবহারে আগ্রহী করতে ওয়ালেটগুলোতে আগে থেকেই ৩০ ডলার সমমূল্যের বিটকয়েন থাকবে।
বিবিসি জানিয়েছে, এল সালভাদরের নাগরিকদের বিটকয়েনে উদ্বুদ্ধ করতে ও সরকারি উদ্যোগকে সমর্থন জানাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিটকয়েন ভক্তরা ৩০ ডলার সমমূল্যের বিটকয়েন কিনছেন।
তবে সবাই যে সরকারের এই উদ্যোগ সমর্থন করেছেন এমনটি নয়। বিটকয়েন প্রচলনের বিরোধীতা করে দেশটির রাজধানী স্যান সালভাদরে দেশটির নাগরিকরা প্রতিবাদ সমাবেশ করেছেন। অনেকেই আবার বিটকয়েনকে স্থানীয় মুদ্রায় রূপান্তরে ১০ শতাংশ অধিক খরচের বিষয়টিকে ভালোভাবে নেননি। কেউ কেউ আবার ক্রিপ্টোকারেন্সির দরপতনে নিয়ে শঙ্কিত।