স্মার্ট বাংলাদেশের রুপকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়সমূহের ট্রান্সফরমেশনে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসরগণের উপস্থিতিতে বক্তব্য রাখলেন ড. ফরহাদ জাহিদ শেখ।
৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬০ জন সিনিয়র প্রফেসর (ভিসি/প্রো-ভিসি/ট্রেজারার/ডীন) এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ১০টি বিভাগের পরিচালকগনের উপস্থিতিতে এবং ড. মোঃ ফখরুল ইসলাম, পরিচালক, আরএসপি ডিভিশন, ইউজিসি এর সভাপতিত্বে ও ইনোভেশন কমিটি এর আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক কর্মশালা আজ ০৬ জুন ২০২৪ তারিখে ইউজিসির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মাননীয় সদস্য, ইউজিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ফেরদৌস জামান, সচিব, ইউজিসি এবং বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নূর-ই-আলম, যুগ্মসচিব ও ইনোভেশন ফোকাল পয়েন্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ড. ফরহাদ জাহিদ শেখ, চীফ ই-গভর্ন্যান্স, এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং জনাব মির্জা মোহাম্মদ দিদারুল আনাম, এডুকেশন স্পেশালিস্ট।
কর্মশালায় ড. ফরহাদ জাহিদ শেখ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়সমূহের স্মার্ট রূপান্তরের গুরুত্ব, ভূমিকা এবং স্মার্ট নাগরিক ও স্মার্ট সমাজ গঠনে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিতকরণ, স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে সহায়িকা হিসেবে ইউজিসির বিভিন্ন উদ্যোগ (নীতি নির্ধারণ, তহবিল প্রদান, প্রকল্প বাস্তবায়ন) সম্পর্কিত বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত উপস্থাপনার মধ্য দিয়ে মূল্যবান বক্তব্য ও পরামর্শ প্রদান করেন।