মামলার বাদী অনাপত্তি দেওয়ার পরও ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। এতে করে গ্রাহকদের ভেতর শঙ্কা সৃষ্টি হয়েছে।
গতকাল রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা মামলার শুনানীতে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর ছিদ্দিকের আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী আহসান হাবীব। মামলার বাদী মোহাম্মদ আলমগীর হোসাইন আদালতে হাজির ছিলেন। জামিন দিলে আপত্তি নেই বলে তিনি আদালতকে জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এ ঘটনায় সাধারণ গ্রাহকদের ভিতরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইভ্যালি ফ্যান্স ক্লাবের প্রেসিডেন্ট মোফতাছিম বিল্লাহ নাহিদ বলেন, রাসেল দম্পতির মামলার বাদী মামলা প্রত্যহার করলেও জামিন হচ্ছে না, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ন্যায় বিচার চাই। এছাড়াও আরও অনেক ক্রেতাকে সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়।
৪টি মন্তব্য
এখন তো নতুন নীতিমালা আসছে নতুন করে তো কোনো গ্রাহক প্রতারিত হওয়ার সুযোগ নেই স্যার।
তাহলে সময় এবং সুযোগ দিতে অসুবিধা কোথায়?
#save_ecommerce
#SaveEvaly
#save_rassel
বর্তমানে এই দম্পতিকে বন্দি রাখায় প্রায় 45 লক্ষ রেজিস্টার গ্রাহক বোবা কান্না করছে।
ই-কমার্সের তাদেরকে সুযোগ দেওয়া উচিত।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
নতুন নীতিমালায় কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই।
#save_ecommerce
#SaveEvaly
#save_rassel
স্যার, ইভ্যালির সামান্য ভুল হতে পারে, কিন্তু তারা এমন কোন অপরাধ করেনি যে তাদের সুযোগ পাওয়া আর উপায় নাই। রাসেল সময় চেয়েছে এবং আমরা গ্রাহক সেলার তাদের সময় দিতে চাই।#Evaly #FreeRassel #Save_Evaly #MohammadRassel
** যারা ই-কমার্স ব্যবস্থার নিয়ম-নীতি মেনে ব্যবসা করতে চায় তাদেরকে সুযোগ দিবেন। আমরা দেশি স্টার্টআপ কোম্পানি জন্য, সে সুযোগ আপনার কাছে চাই। সরকারের কাছে চাই। আপনি সবচেয়ে ভাল জানেন, এস্ক্রো সিস্টেম জন্য, কেও নতুন করে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই।
ধন্যবাদ।
#Evaly #FreeRassel #Save_Evaly #MohammadRassel
এখন তো নতুন নীতিমালা আসছে নতুন করে তো কোনো গ্রাহক প্রতারিত হওয়ার সুযোগ নেই স্যার।
তাহলে সময় এবং সুযোগ দিতে অসুবিধা কোথায়?
#save_ecommerce
#SaveEvaly
#save_rassel
ই-কমার্স এর মাধ্যমে
যে কোনো প্রডাক্টের মাদার কম্পানি থেকে সরাসরি ভোক্তা পর্যন্ত পৌঁছে দিয়ে উৎপাদন বা মধ্যস্থ ব্যয় কমিয়ে নিয়ে আসা সম্ভব,
প্রয়োজনীয় পণ্যদ্রব্য বাজার দর প্রতিদিন বাড়ছে, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সরকার
কিছু ভূল কার্য পরিচালনা ও কর্তৃপক্ষের অব্যবস্থাপনা জন্য ই কমার্স বর্তমানে বেহাল দশা,
সরকার ও ই-কমার্স সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করতে চায়, একটা সুস্থ পরিবেশের মাধ্যমে আবারও ই-কমার্স কোম্পানিগুলোতে ব্যবসা করার সুযোগ দিয়ে নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সাথে সাথে পণ্যদ্রব্যর বাজার মূল্য কমিয়ে আনতে সহযোগিতা করুন।
২০২৩ সালে দেশের ইকমার্স একটি বড় বাজার হতে যাচ্ছে মনে করছে বিশ্লেসকরা।
নতুন নীতিমালায় কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই।।
ইভ্যালির সহ সকল ই-কমার্স প্রতিষ্ঠানকে ব্যবসা করতে সুযোগ দিন।🙏🙏🙏🙏🙏
ইভ্যালির পরিচালনা বোর্ডের উপর আমাদের আস্থা নেই। পরিচালনা বোর্ডেকে সে সময় দিয়েছেন, তা যদি জনাব রাসেলকে দেওয়া হত, এত দিনে ইভ্যালি আগের অবস্থানে ফিরে আসতো বলে আমরা বিশ্বাস করি।
#Evaly #FreeRassel #Save_Evaly #MohammadRassel
আমরা সকলেই বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল। সামান্য কিছু অভিযোগের প্রেক্ষিতে জনাব রাসেল ও শামীমা নাসরিন এখন জেলে। কিছু মামলায় জামিন হলেও বাকী কিছু মামলা থাকার কারনে তারা মুক্তি পাচ্ছে না তাই আমরা লক্ষ লক্ষ ভোক্তা ও হাজার হাজার মার্চেন্ট আজ পথে বসার উপক্রম। জামিন না হওয়া মামলা গুলোর মধ্যে একটি মামলায় বাদী আজ মঙ্গলবার মামলা প্রত্যাহার করে জনাব রাসেল ও শামীমা নাসরিনের জামিন চাইলেও মাননীয় বিচারিক আদালত জামিন আবেদন না মঞ্জুর করে। আমরা মার্চেন্ট ভোক্তারা ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছি এবং ঋণের চাপে জর্জরিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এবং মাননীয় বিচারিক আদালতের নিকট ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রীর যথাযথ পদক্ষেপে জনাব রাসেল ও শামীমা নাসরিন ন্যায় বিচার পাবে এবং আমরা লক্ষ লক্ষ ভোক্তা মার্চেন্টের স্বার্থ রক্ষা হবে।
জয় বাংলা।
#Save_Evaly #MohammadRassel
#FreeRassel #FreeNasrin #evaly
মমতাময়ী মা 😭😭😭. 🙏🙏🙏🙏🙏🙏
জনাব রাসেল দম্পতির মামলার বাদী মামলা প্রত্যহার করলেও জামিন হচ্ছে না, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ন্যায় বিচার চাই।
#FreeRassel #FreeNasrin
#Save_Evaly #Evaly
জনাব রাসেল দম্পতির মামলার বাদী মামলা প্রত্যহার করলেও জামিন হচ্ছে না, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ন্যায় বিচার চাই।
এ দেশে আবার রাজাকার এসেছে- যারা দেশের সম্পদ নষ্ট করতে ভুলভাল বুঝিয়ে রাষ্ট্রের বাণিজ্য ধংশ করছে। তা না হইলে বাদী মামলা তুলে নিচ্ছে আর জামীন পাচ্ছে না- এটা রাজাকার এর চাল ছাড়া কিছু হতে পারে না।
#Save_Evaly, #Save_Rasel
মমতাময়ী মা 😭
জনাব রাসেল দম্পতির মামলার বাদী মামলা প্রত্যহার করলেও জামিন হচ্ছে না, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ন্যায় বিচার চাই
#FreeRassel #FreeNasrin
#Save_Evaly #Evaly
মমতাময়ী মা 😭
জনাব রাসেল দম্পতির মামলার বাদী মামলা প্রত্যহার করলেও জামিন হচ্ছে না, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ন্যায় বিচার চাই
#FreeRassel #FreeNasrin
#Save_Evaly #Evaly
আমরা সকলেই বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল। সামান্য কিছু অভিযোগের প্রেক্ষিতে জনাব রাসেল ও শামীমা নাসরিন এখন জেলে। কিছু মামলায় জামিন হলেও বাকী কিছু মামলা থাকার কারনে তারা মুক্তি পাচ্ছে না তাই আমরা লক্ষ লক্ষ ভোক্তা ও হাজার হাজার মার্চেন্ট আজ পথে বসার উপক্রম। জামিন না হওয়া মামলা গুলোর মধ্যে একটি মামলায় বাদী আজ মঙ্গলবার মামলা প্রত্যাহার করে জনাব রাসেল ও শামীমা নাসরিনের জামিন চাইলেও মাননীয় বিচারিক আদালত জামিন আবেদন না মঞ্জুর করে। আমরা মার্চেন্ট ভোক্তারা ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছি এবং ঋণের চাপে জর্জরিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এবং মাননীয় বিচারিক আদালতের নিকট ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রীর যথাযথ পদক্ষেপে জনাব রাসেল ও শামীমা নাসরিন ন্যায় বিচার পাবে এবং আমরা লক্ষ লক্ষ ভোক্তা মার্চেন্টের স্বার্থ রক্ষা হবে।
জয় বাংলা।
#Save_Evaly #MohammadRassel
#FreeRassel #FreeNasrin #evaly
Save evaly save e-commerce