অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, প্রতি বছর বাজেটে ১০০ কোটি টাকা রাখা হয় নারী উদ্যোক্তাদের জন্য। কিন্তু সেটা ব্যবহার হয় না। কারণ নানা ধরনের শর্তের জন্য। এখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে।
উদ্যোক্তারা যদি আরেকটু তৎপর হন, তাহলে তাদের ব্যবসার অর্থায়নের পাওয়া যথেষ্ট সুযোগ আছে।
সোমবার (২০ মে) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াসিকা আয়শা খান বলেন, আমরা স্মার্ট ফাইন্যান্সিং করছি। এ জন্য উদ্যোক্তাদের স্মার্ট চিন্তা মাথায় রাখতে হবে।
পাচ বছর পর ব্যবসা কোথায় নেবেন, সে বিষয়ে পরিকল্পনা থাকতে হবে। সরকারের দেওয়া সুযোগগুলো কাজে লাগাতে হবে। একটি আর্থিক প্রতিষ্ঠান যখন ঋণ দেবে, তাকে তো কিছুর ওপর ভিত্তি করে ঋণ দিতে হবে। সেটা যে অংকের ঋণই হোক।
২০২৪ এসে শুনতে হয় আমি ব্যবসার হিসাব রাখতে পারছি না। কত টাকার বিক্রি করছি, কত টাকার কিনেছি তার হিসাব রাখতে পারছি না। যে জন্য ব্যংকে যেতে পারছি না। কাচা খাতা বা এখন মোবাইলে বিভিন্ন এ্যাপের মাধ্যমে হিসাব রাখা যায়। ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে উদ্যোক্তারা অনলাইন ও ইউটিউব থেকে ব্যবসার অভিজ্ঞতা নিতে পারে
শুধু নগরকেন্দ্রিক উন্নয়নে আবদ্ধ না থেকে প্রান্তিক পর্যায়ে দক্ষ উদ্যোক্তা তৈরি ও তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনকে কাজ করতে হবে বলেও পরামর্শ দেন প্রতিমন্ত্রী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক, মো. আরফান আলী।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সুলেখা রানী বসু, সিটি ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি শেখ মোহাম্মদ মারুফ, এসবিকে টেক ভেঞ্চারের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির, ব্রাক ব্যাংকের হেড অব এসএমই মো. জাকিরুল ইসলাম প্রমুখ।