মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে নিজস্ব ব্র্যান্ডের টিভি আনার কথা ভাবছে অ্যামাজন। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, এই পরিকল্পনা নিয়ে দুই বছর ধরে কাজ চলছে। অ্যামাজন ডিভাইসেস ও ল্যাব১২৬ বিভাগ এর সঙ্গে জড়িত। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন আরো বলছে, টিভি নিজেদের কারখানায় তৈরি করবে না অ্যামাজন, এর নকশা ও তৈরির দায়িত্ব পালন করবে তৃতীয় পক্ষরা। এদের মধ্যে টিসিএল অন্যতম একটি প্রতিষ্ঠান।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নিজস্ব ব্র্যান্ডের টিভি আনার মধ্য দিয়ে অ্যাপলের মতো ইকোসিস্টেম তৈরির দিকে এগিয়ে যেতে পারে অ্যামাজন। প্রতিষ্ঠানটির ডিভাইস ও সেবার মাধ্যমে তৈরি ওই ইকোসিস্টেমে থাকতে পারে অ্যালেক্সা, অ্যামাজন প্রাইম ভিডিও’র মতো সেবাগুলো।
জানা যায়, অ্যামাজনের টিভির পর্দার আকৃতি হবে ৫৫ থেকে ৭৫ ইঞ্চি এবং টিভিটির বাজারে আসার সম্ভাবনা আছে অক্টোবরেই। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্যসূত্র পাওয়া যায়নি। টিভি আনার মধ্য দিয়ে বাজারে সরাসরি স্যামসাং, এলজি এবং সনির সঙ্গে প্রতিযোগিতা হবে অ্যামাজনের। তিনটি প্রতিষ্ঠান নিজেদের তৈরি টিভি অ্যামাজনের ওয়েবসাইটের মাধ্যমেও বিক্রি করে থাকে।