ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেশন বাই ডেভলপিং এন্ট্রপ্রনিউর্যাল মাইন্ডসেটস” শীর্ষক একটি অনলাইন প্যানেল ডিসকাশন-এর মাধ্যমে শেষ হলো বাংলালিংক-এর বিশেষ প্রোগ্রাম ‘লার্ন ফ্রম দ্যা স্টার্টআপস’-এর দ্বিতীয় আসর। এই প্রোগ্রামের মাধ্যমে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা দেশের সেরা স্টার্টআপগুলির কাছ থেকে অভিজ্ঞতা অর্জন ও কাজ করার সুযোগ পেয়ে থাকে।
প্যানেল আলোচনায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটি-এর ডিন ও প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি-এর ডিন অ্যান্ড ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন প্রফেসর ড. মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ প্যানেলিস্ট হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।এই বছর লার্ন ফ্রম দ্যা স্টার্টআপস-এর সেশনগুলি পরিচালনা করেছে রোবোটিক্স ও আইওটি নিয়ে কাজ করা স্টার্টআপ এএনটিটি রোবটিক্স লিমিটেড। প্রোগ্রামের অংশ হিসেবে উদ্ভাবন, আইডিয়া জেনারেশন, ডিজাইন থিংকিং, প্রোটোটাইপ বিল্ডিং, ইনভেস্টর পিচ, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এবং অন্যান্য বিষয়ে দুটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
প্রোগ্রামটিতে আগ্রহী অংশগ্রহণকারীদেরকে যুক্ত করতে বাংলালিংক এবার নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর সাথে যৌথভাবে কাজ করছে। উক্ত বিশ্ববিদ্যালয়গুলি থেকে প্রায় ১০০ জন শিক্ষার্থী ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী লেন, “পেশাজীবী বা উদ্যোক্তা হিসেবে ভবিষ্যতে তরুণরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলির জন্য তাদের প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে বাংলালিংক। প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির মাধ্যমে কর্পোরেট খাত কীভাবে তরুণদের ক্ষমতায়নে ভূমিকা রাখতে পারে তার একটি উদাহরণ এই উদ্যোগ। আমি এই উদ্যোগের সাফল্য কামনা করি এবং ভবিষ্যতের ডিজিটাল বাংলাদেশের নেতৃত্বে এই তরুণদের দেখতে চাই।”
বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করার লক্ষ্যে আমাদের যেসব উদ্যোগ রয়েছে সেগুলির মধ্যে লার্ন ফ্রম দ্যা স্টার্টআপস একটি। এই প্রোগ্রামের মাধ্যমে তারা স্টার্টআপ ডায়নামিক্স, আইডিয়া জেনারেশন ও মার্কেট ইমপ্লিমেন্টেশনের পাশাপাশি অভিজ্ঞ উদ্যোক্তাদের কাছ থেকে স্টার্টআপ ইকোসিস্টেমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জানতে পেরেছে। এই প্রশিক্ষণ তাদেরকে ভবিষ্যতে আত্মবিশ্বাস ও সাহসের সাথে কর্পোরেটে প্রবেশ করতে বা উদ্যোক্তা হতে সাহায্য করবে।