“জনতার সাথে প্রগতির পথে” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের নিজস্ব অনলাইন নিউজ পোর্টাল পুলিশ নিউজ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে নিউজ পোর্টালটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ।
news.police.gov.bd ওয়েবসাইট থেকে পাঠক পুলিশ নিউজের সব খবর জানতে পারবেন। পুলিশ নিউজের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং টুইটার একাউন্ট রয়েছে। পুলিশ নিউজের অ্যাপ তৈরির কাজ চলমান রয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বেনজির আহমেদ বলেন, অবাধ তথ্য প্রবাহের যুগে জনতার সাথে যোগাযোগ তৈরির জন্য মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহের প্রক্রিয়া সহজ করবে পুলিশ নিউজ। পুলিশ নিউজ হবে পজিটিভ বাংলাদেশের প্রতিচ্ছবি।
তিনি আরও বলেন, পুলিশ নিউজের মাধ্যমে দেশের ১৬ কোটি মানুষের সাথে পুলিশের মেলবন্ধন আরও দৃঢ় হবে। পুলিশ নিউজের মাধ্যমে পজিটিভ বাংলাদেশের প্রচারনা হবে।
পুলিশে নতুন প্রযুক্তির ব্যাবহার সম্পর্কে তিনি বলেন, খুব শীঘ্রই বাংলাদেশ পুলিশের কার্যক্রমগুলো সম্পূর্ণরূপে কম্পিউটার এবং সফটওয়্যার নির্ভর হবে, প্রক্রিয়া চলমান আছে। তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশের অপারেশন এবং লজিস্টিক কার্যক্রমে প্রযুক্তায়ন ঘটছে প্রতিনিয়ত।
পুলিশ নিউজ এর পরিচালনা পরিষদের সভাপতি হায়দার আলী খান বলেন, বাংলাদেশ পুলিশের সকল সংবাদ একইসাথে একই প্ল্যাটফর্মে যাতে সবাই পেতে পারেন সেজন্যই মাননীয় আইজিপি স্যারের এই উদ্যোগ। এসময় ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধাণগণ উপস্থিত ছিলেন। এছাড়াও অনলাইনে দেশের বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তারগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।