১১ অক্টোবর, সোমবার রাজধানীর আমারি ঢাকা হােটেলে আসন্ন টি-২০ বিশ্বকাপ ২০২১ এর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল জার্সি উন্মােচন করল বাংলাদেশ ক্রিকেট বাের্ড এবং আড়ং। জার্সি উন্মােচন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বাের্ডের প্রেসিডেন্ট নাজমুল হােসেন পাপন এমপি, বিসিবি পরিচালক আকরাম খান, ব্র্যাক এন্টারপ্রাইজেস এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ সহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলােয়াড়, ব্র্যাক ও আড়ং এর কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ দলের জার্সিটির অফিসিয়াল ম্যানুফ্যাকচারার স্পাের্টস অ্যান্ড স্পাের্টজ ডিজাইন এর সত্ত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।
বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সিটির একমাত্র অফিসিয়াল রিটেইলার আড়ং। এই জার্সিটি দেশব্যাপী আড়ং এর সকল আউটলেট, আড়ং ডট কম ও আড়ং অ্যাপে পাওয়া যাবে। আড়ং ডট কম ও আড়ং অ্যাপে অফিসিয়াল জার্সিটির প্রি-অর্ডার সুবিধা চালু করছে আড়ং। এছাড়াও আগামী ১৩ই অক্টোবর থেকে দেশব্যাপী আড়ং এর সকল আউটলেটে পাওয়া যাবে এই জার্সিটি।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে ব্র্যাক এন্টারপ্রাইজেস এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, সারা দেশে এবং অস্ট্রেলিয়া, ইউএসএ এবং ইউকে গ্রাহকদের কাছে টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল জার্সিটি পৌছে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাঘের গর্জনে জয় ছিনিয়ে আনবে আমাদের ক্রিকেটাররা – এই শুভকামনা থাকলাে” তিনি আরও জানান, বাংলাদেশের অফিসিয়াল জার্সি বিক্রির লাভের একটি অংশ ব্যায় হবে উন্নয়নমূলক কাজে।