বন্যার্তদের সহায়তায় শুকনো খাদ্য ও জরুরি পণ্যসামগ্রীতে সীমিত মুনাফা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি জনাব মাহবুবুল আলম। রবিবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই আহ্বান জানান। এসময়, ব্যবসায়ী সম্প্রদায় এবং শিল্পগোষ্ঠী সমূহকে বন্যার্তদের সহায়তায় আরো উদার হওয়ান অনুরোধ জানান এফবিসিসিআই সভাপতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিবৃষ্টি এবং উজানের ঢলে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বেশকিছু জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। অসহায় ও দরিদ্র বন্যার্তদের সহায়তায় ইতোমধ্যে শ্রেণি-পেশা নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ, ছাত্রসমাজ, ব্যবসায়ী সম্প্রদায় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বন্যা দুর্গত এলাকায় চিড়া, মুড়ি, গুড়, চিনিসহ শুকনো খাদ্যসামগ্রী, ওষুধ, স্যালাইন, শিশুখাদ্য, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।
এমন পরিস্থিতিতে, চিড়া, মুড়ি, গুড়, চিনিসহ শুকনো খাদ্যসামগ্রী, ওষুধ, স্যালাইন, শিশুখাদ্য, বিশুদ্ধ পানি এবং জরুরি পণ্যসামগ্রী বেচা-কেনায় খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অতি সীমিত মুনাফা করার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি।