এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে ফাইভ জি প্রযুক্তির স্মার্টফোন বাজারজাতকরণে শীর্ষ অবস্থানে উঠে এসেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের সেরা স্মার্টফোন কোম্পানিগুলোর চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকের ডাটা বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্যাসিফিক অঞ্চলে ফাইভ জি স্মার্টফোনের বাজারে ভিভোর প্রবৃদ্ধি ২০ শতাংশ। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ভিভোর প্রবৃদ্ধি ছিল ১৩.৩ শতাংশ। গত বছরের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বাজারজাতকরণে ভিভোর প্রবৃদ্ধির হার ২১৫ শতাংশ। বাজারে আসা প্রতি পাঁচটি স্মার্টফোনের একটি ভিভো। আর এই প্রবৃদ্ধি নিয়ে এবারই প্রথম কোন প্রান্তিকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে স্মার্টফোন বাজারজাতকরণের শীর্ষে উঠে আসে ভিভো। চলতি বছরের শুরুতেও স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ফাইভ জি স্মার্টফোনের ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের গ্রাহক দ্রুত বাড়ছে তার মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ভিভো।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ১৯.৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ভিভো’র পরের অবস্থানে আছে চীনের আরেকটি প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির মি ব্র্যান্ড।১৮.৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তৃতীয় অবস্থানে অপ্পো, ১৮.৫ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে চতুর্থ স্থানে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান অ্যাপল এবং ৬.৬ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে পঞ্চম অবস্থানে আছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামস্যাং।
বাজার বিশ্লেষণের আরেক বৈশ্বিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের (আইডিসি) পরিসংখ্যানেও দেখা যায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের স্মার্টফোনে বাজারের শীর্ষস্থান ও দখলে আছে ভিভো’র । চীন ছাড়াও আন্তর্জাতিক স্মার্টফোন বাজারে সুসংহত অবস্থান তৈরি করছে এই প্রযুক্তি প্রতিষ্ঠান।
বাজার বিশ্লেষকরা বলছেন, ফাইভ জি প্রযুক্তিতে সাড়া জাগানো উন্নতি, বিভিন্ন দেশের ক্রেতাদের মনন, রুচি ও সংস্কৃতির কথা মাথায় রেখে স্মার্টফোন তৈরি এবং বাজারজাতকরণ; সবকিছুই চমৎকারভাবে করে চলেছে ভিভো। ফলে ক্রেতারা এই প্রযুক্তি প্রতিষ্ঠানের স্মার্টফোনের প্রতি আগ্রহী।