অতি সম্প্রতি জনাব মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস পাবনা জেলার সম্মানিত ব্যাবসায়ীদের উপস্থিতিতে ” ঢাকাস্থ পাবনা বণিক সমিতি ” এর এক অর্গানাইজিং মিটিং ১০৩ শরৎ চন্দ্র চক্রবর্তী রোড, আরমানীটোলা পোস্ট- বাবু বাজার , থানা- বংশাল, ঢাকা -১১০০ এর দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় নিম্নরূপ সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
সিদ্ধান্ত সমূহঃ-
১। প্রস্তাবিত কয়েকটি নাম সর্বসম্মতিক্রমে “ঢাকাস্থ পাবনা বণিক সমিতি” নামটি গৃহীত হয়।
২। ৪০ সদস্যের একটি পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠিত হয়। যাহার তালিকাটি নিচে দেওয়া হলো।
কমিটির তালিকা নিম্নরূপ
উপদেষ্টা পরিষদঃ
প্রধান উপদেষ্টা- হাজী মোঃ আসাদ উল্লাহ ধানমন্ডি , ঢাকা )
উপদেষ্টা-
হাজী মোঃ আব্দুর রহমান ( আরমানীটোলা , ঢাকা )
হাজী মোঃ রইচ উদ্দিন। ( ধানমন্ডি , ঢাকা )
হাজী মোঃ হেলাল উদ্দিন। ( মিরপুর , ঢাকা)
হাজী মোঃ সারোয়ার হোসেন। ( ধানমন্ডি , ঢাকা )
হাজী মোঃ নজরুল ইসলাম। ( বেইলি রোড , ঢাকা )
হাজী মোঃ আব্দুস সালাম। ( উত্তরা , ঢাকা )
কার্যকরী কমিটিঃ
সভাপতিঃ মোঃ রফিকুল ইসলাম। ( ধানমন্ডি , ঢাকা )
সিনিয়র সহ সভাপতিঃ হাজী মোঃ ইউনুস আলী। ( সিদ্ধেশ্বরী ,ঢাকা )
সহ সভাপতিঃ হাজী মোঃ জাহাঙ্গীর আলম সেলিম। ( কেরানীগঞ্জ , ঢাকা)
সহ সভাপতিঃ মোঃ বকুল রানা ( বকতিয়ার)।( আরমানীটোলা ,ঢাকা )
সহ সভাপতি- মোঃ আবু সাইদ। ( আরমানীটোলা , ঢাকা )
সাধারণ সম্পাদক – মোঃ আখতারুজ্জামান মিলন। ( আরমানীটোলা , ঢাকা )
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক – হাজী মোহাম্মদ মুস্তাকিন ( আরমানীটোলা , ঢাকা )
যুগ্ম সাধারণ সম্পাদক – হাজী মোঃ আব্দুল আলিম ( সাত রওজা, লালবাগ , ঢাকা )
কোষাধ্যক্ষ – মোঃ মিজানুর রহমান ( বংশাল , ঢাকা )
সাংগঠনিক সম্পাদক – মোঃ জহিরুল ইসলাম জহির ( আরমানীটোলা , ঢাকা )
সহ সাংগঠনিক সম্পাদক – হাজী মোঃ আনিসুর রহমান। ( আরমানীটোলা , ঢাকা )
প্রচার সম্পাদক – হাজী মোঃ লোকমান হাকিম। ( মোহাম্মদপুর , ঢাকা )
সহ প্রচার সম্পাদক – মোঃ সোহেল রানা। ( আরমানীটোলা , ঢাকা )
দপ্তর সম্পাদক – মোঃ আক্তারুজ্জামান সান। ( আরমানীটোলা , ঢাকা )
ধর্ম বিষয়ক সম্পাদক – হাজী মোঃ আতিয়ার রহমান। ( আরমানীটোলা , ঢাকা )
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক – ডা. মোঃ মামুনুর রহমান ( লালবাগ , ঢাকা )
ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক – হাজী মোঃ আব্দুল বাতেন।( আরমানীটোলা , ঢাকা )
সহ ক্রিয়া সম্পাদক – মোঃ নাদির আহমেদ। ( আরমানীটোলা ,ঢাকা )
কার্যকরী সদস্যগনঃ
- মোঃ আব্দুল হাকিম দুলাল ( আরমানীটোলা , ঢাকা )
- হাজী মোঃ নাজিম উদ্দীন মোল্লা। ( আরমানীটোলা , ঢাকা )
- হাজী মোঃ হাসেম আলী। ( আরমানীটোলা , ঢাকা )
- মোঃ জাফর আলী ( আরমানীটোলা , ঢাকা )
- হাজী মোঃ আসলাম আলী ( লালবাগ , ঢাকা )
- মোঃ সাইফুল ইসলাম। ( আরমানীটোলা , ঢাকা)
- মোঃ আব্দুল্লাহ। বেচারাম দেউরি , ঢাকা)
- মোঃ আক্তিয়ারুজ্জামান ( বংশাল , ঢাকা )
- মোঃ রফিকুল ইসলাম। আরমানীটোলা , ঢাকা )
- মোঃ জিয়াউল হক। ( আরমানীটোলা , ঢাকা )
- হাজী মোঃ রওশন আলী। ( কায়েৎটুলি , ঢাকা )
- মোঃ মনোয়ার হোসেন। ( আরমানীটোলা , ঢাকা )
- মোঃ সিরাজুল ইসলাম। ( কেরানীগঞ্জ , ঢাকা)
- মোঃ রমজান আলী। ( আরমানীটোলা ,ঢাকা )
- মোঃ নাসির হোসেন। ( আরমানীটোলা , ঢাকা )
৩। উক্ত কমিটিকে নব গঠিত সংগঠনের পরবর্তী কার্যক্রম চালিয়ে নেওয়ার দায়িত্ব প্রদান করা হয়।
৪। সমিতির রেজিষ্ট্রেশন , অফিস ভাড়া করাসহ যাবতীয়কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সমিতির প্রাথমিক তহবিল গঠন কল্পে
নিবন্ধন ফি বাবদঃ
(ক) কার্যনির্বাহী পরিষদের সদস্যদের প্রতিজন ১০০০০( দশ হাজার টাকা )
(খ) উপদেষ্টা ও কার্যকরী সদস্যদের প্রতি জন ৫০০০ (পাঁচ হাজার টাকা )
(গ) সাধারণ সদস্যদের প্রতিজন ১০০০( এক হাজার টাকা ) এবং
(ঘ) সকল সদস্যদের মাসিক ৫০০ ( পাঁচ শত টাকা ) চাঁদা ধার্য্য করা হয়।
৫। দ্রুত সময়ের মধ্যে সমিতির একটি নিজস্ব অফিস ঠিক করা এবং একটি পূর্ণাঙ্গ সভা আহবানের সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিশেষে সভার সভাপতি সভায় উপস্থিত সম্মানিত সকল ব্যাবসায়ীদের কে ধন্যবাদজ্ঞাপন করেন এবং” ঢাকাস্থ পাবনা বণিক সমিতি” এর শুভ অগ্রযাত্রা ও এই সংগঠনের সাফল্য কামনা করে অর্গানাইজিং মিটিং সমাপ্তি ঘোষণা করেন।
ধন্যবাদান্তে
মোঃ রফিকুল ইসলাম।
সভাপতি
” ঢাকাস্থ পাবনা বণিক সমিতি