ইন্টেল ও কোয়ালকমের উপর নির্ভরশীলতা কমাতে নিজেদের চিপ তৈরির তালিকায় এবার যুক্ত হলো ফেসবুক।
দ্য ইনফরমেশন জানিয়েছে, নিজেদের ডেটা সেন্টারের জন্য একাধিক কাস্টম চিপ বানাচ্ছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
এর মধ্যে একটি চিপ ফেসবুকের কনটেন্ট মডারেশন অ্যালগরিদমসগহ মেশিন লার্নিং টাস্ক বোঝার উপযোগী করে ডিজাইন করা হচ্ছে। আরেকটি চিপ লাইভ স্ট্রিমিং করা ভিডিওগুলোর মানোন্নয়নে ভিডিও ট্রান্সকোডিংয়ের সহায়তা করবে।
অন্য চিপ নির্মাতাদের উপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি ফেসবুকের এই উদ্যোগ তাদের ডেটা সেন্টারে কার্বণ নিঃসরণ কমাবে। বর্তমানে সার্ভারে ব্যবহৃত অন্য কোম্পানির প্রসেসরের পাশাপাশি এই প্রসেসর সমন্বিতভাবে কাজ করতে পারবে। ফলে সার্ভার থেকে অন্য কোম্পানির প্রসেসর বাদ দেয়া হবে, আপাতভাবে সেটি ভাবার কারণ নেই।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এখনই কোনো তথ্য বলতে রাজি হয়নি ফেসবুক। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমটির একজন মুখপাত্র বলেন, ফেসবুক সবসময়ই সিলিকন ভ্যালির অংশীদার এবং আমাদের অভ্যন্তরীণ চেষ্টার মাধ্যমে কম্পিউটারের পারফরমেন্স ও কার্যকারিতা বাড়ানোর নতুন উপায় খুঁজছে।
সূত্রঃ এনগ্যাজেট