দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের টিকিট ‘নগদ’ ওয়ালেট থেকে ক্রয়ের পেমেন্ট করলেই গ্রাহকেরা ১০ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
সম্প্রতি দেশের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান এবং নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় ‘নগদ’-এর গ্রাহকেরা ০১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মূল ভাড়া থেকে ১০ শতাংশ ছাড়ের এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
এই চুক্তি সম্পর্কে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, এই চুক্তির মধ্য দিয়ে যাত্রীরা কম খরচে বিমানে যাতায়াত করতে পারবেন। তিনি আরও বলেন, লকডাউন ছাড়ার পর মানুষের যাতায়াত অনেক বেড়েছে। ‘নগদ’-এর এই বিশেষ সুবিধার কারণে যাত্রীরা এখন নভোএয়ারে কম খরচে যাতায়াত করতে পারবেন।
উল্লেখ্য, নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৩টি, যশোর ৩টি, সৈয়দপুর ৪টি ও সিলেট ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।