যাত্রা শুরু করলো দেশের প্রথম ডিজিটাল জাতীয় দৈনিক নয়া শতাব্দী। গত ১১ ডিসেম্বর শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দৈনিক নয়া শতাব্দী পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পত্রিকার উদ্বোধন ঘোষণা করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ।
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাম দস্তগীর গাজী বলেন, ‘সাংবাদিকগণ জাতিকে সঠিক পথ দেখায়। আমরা নয়া শতাব্দীর কাছ থেকে সঠিক খবরগুলো পাব বলে আশা করি।’
বক্তব্যে পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাঈম সালেহীন বলেন, ‘১২ পাতার পত্রিকায় সব খবর দেওয়া সম্ভব নয় বলে নয়া শতাব্দী পত্রিকা ও ওয়েবের মধ্যে সরাসরি ডিজিটাল কানেকশন থাকবে। একই সঙ্গে আমরা একটা ডিজিটাল কর্নার করেছি যার প্রতিটি সেগমেন্ট স্ক্যান করে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন। বিজ্ঞাপনের ক্ষেত্রে কিউআর কোডের মাধ্যমে সহজেই স্বল্প খরচে বিজ্ঞাপন দিতে পারবেন।’
নয়া শতাব্দীর প্রকাশক মোহাম্মদ ওয়ালিউর রহমান বলেন, ‘করোনা পরিস্থিতিতে দেশে যখন অনেক পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে তখন আমরা অনেক বড় সাহস দেখিয়েছি; সংবাদপত্রকে ভালোবাসি বলেই।’
উল্লেখ্য, নয়া শতাব্দী রিমঝিম গ্রুপের মালিকানাধীন নতুন জাতীয় প্রিন্ট পত্রিকা। ১২ পাতার পত্রিকাটির দাম ৫ টাকা।