বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড বা তিন ভাঁজের স্মার্টফোন ‘হুয়াওয়ে মেট এক্সটি’ উন্মোচন করলো চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। আর এর মাধ্যমে কয়েক ঘন্টা আগেই উন্মোচিত হওয়া আইফোন ১৬ এর সাথে তীব্র প্রতিযোগিতা শুরু হলো।
নতুন আইফোন উন্মোচনের কয়েক ঘন্টা পর মঙ্গলবার হুয়াওয়ের ফোনটি উন্মোচন করা হলেও গত শনিবার থেকে প্রি-অর্ডার নেয়া শুরু হয়। ইতিমধ্যে ৩৭ লাখের অধিক প্রি-অর্ডার করা হয়েছে বলে জানা গেছে।
হুয়াওয়ের কনজিউমার বিজনেসের চেয়ারম্যান রিচার্ড ইউ উন্মোচন অনুষ্ঠানে বলেন, “স্মার্টফোনটি বিকাশে পাঁচ বছর সময় লেগেছে, যা স্ক্রিন এবং হিঞ্জ প্রযুক্তিতে নতুন ‘মাইলফলক’ সৃষ্টি করেছে। হুয়াওয়ে মেট এক্সটি বিশ্বের প্রথম ট্রাই–ফোল্ড স্মার্টফোন এবং বিশ্বের সবচেয়ে বড় ও পাতলা ফোল্ডেবল হ্যান্ডসেট”।
ফোনটির দাম ২ হাজার ৮০০ ডলার থেকে শুরু