ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পুনরায় চালু হচ্ছে অলনাইনভিত্তিক জনপ্রিয় সাইকেলসেবা ‘জোবাইক’।
চলতি বছরের নভেম্বর মাসের মাঝামাঝিতে ক্যাম্পাসে জোবাইক পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন ডাকসুর সাবেক ছাত্র পরিবহন সম্পাদক শামস-ঈ-নোমান ও জোবাইকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদী রেজা।
জোবাইকে নতুন সেবার মধ্যে থাকছে রিচার্জ পয়েন্ট। যেখানে রিচার্জের পাশাপাশি থাকবে অনলাইন ‘ই-বাইক’ সেবা। এছাড়াও আগে যারা নিবন্ধন করেছেন বা আগের একাউন্টে টাকা আছে তাদের জন্য থাকবে বোনাস। যাতে তারা অতিরিক্ত রাইড করতে পারেন।
এ বিষয়ে জোবাইকের প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী রেজা বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জোবাইক সেবাটি চালু করার জন্য কাজ করছি। করোনার কারণে আমাদের অনেক সাইকেলের ক্ষতি হয়েছে। তাই পুনরায় প্রাথমিকভাবে ১০০টি সাইকেল দিয়ে শুরু করবো। পরে আরো বাড়ানো হবে। ক্যাম্পাস এলাকায় শিক্ষার্থীদের জোবাইকের একাউন্টে রিচার্জের জন্য আগে কলাভবনের শ্যাডোতে রিচার্জ পয়েন্টের পাশাপাশি অনলাইনে করার সুযোগ থাকবে এবার। বিকাশের মাধ্যমে রিচার্জ করা যাবে।
জোবাইকের বিষয়ে ডাকসুর সাবেক ছাত্র পরিবহন সম্পাদক শামস-ঈ-নোমান বলেন, শিক্ষার্থীদের চাহিদানুযায়ী ক্যাম্পাসে পুনরায় জোবাইক সেবাটি চালু হচ্ছে। সাথে ই-বাইক সেবাও থাকবে। এতে শিক্ষার্থীদের ক্যাম্পাসে পরিবহন ব্যয় হ্রাসসহ সময় বেঁচে যাবে। ক্যাম্পাসের অন্যতম একটি ভালো সেবা হতে যাচ্ছে জোবাইক সেবা। এতে শিক্ষার্থীরা এটি থেকে তাদের সর্বোচ্চ সুবিধাটুকু নিতে পারবে।
উল্লেখ্য, প্রথমবারের মতো জোবাইক সেবা ২০১৮ সালে কক্সবাজারে চালু হয়। এর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে এবং ডাকসুর সহযোগিতায় ক্যাম্পাসে প্রাথমিকভাবে ১০০টি সাইকেল নিয়ে আনুষ্ঠানিকভাবে এটি যাত্রা শুরু করে। পাশাপাশি এই সেবাটি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চালু হয়।