দেশেজুড়ে কোরবানির ডিজিটাল হাট উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। ডিজিটাল হাট.নেট, একশপ.গভ.বিডি এবং ফুডফরনেশন.গভ.বিডি প্লাটফর্ম একসঙ্গে মিলিয়ে শুরু হয়েছে এই হাট। যুক্ত করা হয়েছে ইউনিয়ন পর্যায়ের খামারিদের। এতে যুক্ত হয়েছে ২৪১টি হাট।
উদ্বোধনের পর এসক্রো সেবার মাধ্যমে একশপ থেকে ৭০ হাজার টাকায় সাদা-কালো রঙের কোরবানির গরু কিনলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পশুটি কেনার পর এটি ই-ক্যাবের মানবসেবায় সম্প্রদান করেন তিনি।
সভাপতির বক্তব্যে তিনি জানান, দেশের ১৮৪৩ টি অনলাইন শপের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ২৪১টি হাট একটি প্লাটফর্মে যুক্ত হয়েছে। আর এই প্লাটফর্মটি হচ্ছে ডিজিটাল হাট.নেট। এই হাটকে তিনি নিরাপদ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব বলে অভিহিত করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর সচিব রনক মাহমুদ এবং এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ আব্দুল মান্নান, যুগ্ম প্রকল্প পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল, এটুআই টিম লিড রেজওয়ানুল হক জামি প্রমুখ অনুষ্ঠানে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।