টানা ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে ভারতের গুজরাট রাজ্যের কয়েকটি এলাকা। বন্যায় এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।টানা ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে ভারতের গুজরাট রাজ্যের কয়েকটি এলাকা। বন্যায় এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, গত রোববার থেকে শুরু হয় টানা বৃষ্টি। রাজ্যটিতে বার্ষিক গড় বৃষ্টিপাতের ১০৫ শতাংশ হয়েছে গত কয়েকদিনে। বিপৎসীমা পার করেছে ১৪০টি রিজার্ভার ও বাঁধের পানি।
অজোয়া ও প্রতাপুরা রিজার্ভের পানি ছেড়ে দেয়ায় তা পড়েছে বিশ্বমিত্রি নদীতে। এর ফলে তলিয়ে গেছে আশপাশের গ্রাম ও শহরগুলো। ১০ থেকে ১২ ফুট পানির নিচে ডুবে আছে রাস্তাঘাট ও বাড়িঘর। অনেকেই আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে।
এদিকে আরো অন্তত দুই দিন ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় জরুরি বিভাগের পাশাপাশি কাজ করছে দেশটির সশস্ত্র ও অন্যান্য বাহিনী।
বুধবার সকালে বন্যা পরিস্থিতি নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূখ্যমন্ত্রীকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী।