জনপ্রিয় ই-কমার্স সাইট কিউকম এর নতুন অফার ক্যাম্পেইন “কিউকম কুইকার” পুনরায় চালু হচ্ছে আগামী ২৬ আগস্ট থেকে। “বিগ ডিসকাউন্ট, বিগ সারপ্রাইজ” স্লোগানে এই ক্যাম্পেইনে থাকছে বাইক এবং মোবাইল ফোন। কুইকার উপলক্ষে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি তে পাওয়া যাবে মূল্য ছাড়। অর্ডারের ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে থাকবে নিশ্চিত ডেলিভারির সুবিধা বলে জানিয়েছে কিউকম। এছাড়া হোন্ডা, ইয়ামাহা, বাজাজ বাইক সহ ভিভো ও মটোরোলা ফোনও পাওয়া যাবে কিউকম কুইকার এ।
অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে কিউকমের অফিসিয়াল ফেসবুক পেইজে এবং ওয়েবসাইটে।