ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম এর ২০ জন গ্রাহক ফেরত পেয়েছেন ৪০ লাখ টাকা। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রনালয়ের মচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে এক অনুষ্ঠানে তাদের টাকা ফেরত দেওয়া হয়। টাকা ফেরত দেওয়া উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে ২০ গ্রাহক ছাড়াও ডিজিটাল ই-কমার্স সেলের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান, অতিরিক্ত সচিব ও ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান, ই–ক্যাবের সভাপতি শমী কায়সার উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে জানানো হয়, কিউকমের পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ফস্টার এর কাছে আটকা আছে ৩৯৫ কোটি টাকা। সেখান থেকে টাকা দেওয়ার জন্য প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে ৬ হাজার ৭২১ জন গ্রাহককে। প্রাথমিকভাবে ৫৯ কোটি ৫ লাখ ১০ হাজার ৩৪৭ টাকা ফেরত দেয়া শুরু করেছে সরকার। আজ ইসলামী ব্যাংকের মাধ্যমে ২০ গ্রাহকের ৪০ লাখ টাকা ফেরত দেয়া হয়।
আরও জানানো হয়, বাকি ৫৯ কোটি টাকা আগামী ২-৩ দিনের মধ্যে গ্রাহকদের দেওয়া হবে। যারা পার্সোনাল মোবাইল ব্যাংকিং নাম্বার থেকে পেমেন্ট করেছেন শুধুমাত্র তাদের টাকা ২-৩ দিনের মধ্যে দেওয়া হবে। যারা এজেন্ট এর মাধ্যমে পেমেন্ট করেছেন তাদের ১৫ দিনের মধ্যে দেওয়া হবে। অর্থাৎ, পুরো ৬০ কোটি টাকা আগামী ১৫ দিনের মধ্যে ফেরত দেবার আশা করছেন করছে বাণিজ্য মন্ত্রণালয় ।
এরপর পরবর্তী ৫ দিনের মধ্যে পরবর্তী তালিকা প্রকাশ বা পরবর্তী পর্যায়ের টাকা রিফান্ড কার্যক্রম শুরু হবে৷
একটি মন্তব্য
June 15-18 ER tk Kobe debe?