শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন এর অঙ্গ প্রতিষ্ঠান ই-কমার্স মার্কেটপ্লেস ওয়ালকার্ট এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হল আজ। আজ ১৯ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটন কর্পোরেট অফিসে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওয়ালকার্ট থেকে ওয়ালটন এসএইট (S8) মোবাইল ফোন অর্ডারের মাধ্যমে ওয়ালকার্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটন এর ম্যানেজিং ডিরেক্টর গোলাম মুর্শেদ। অনুষ্ঠানে ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রেসিডেন্ট শমী কায়সার, বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার ওয়ালটন। ওয়ালটন দেশের প্রযুক্তিখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
এসময় তিনি ওয়ালকার্টের জন্য শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন, ওয়ালটন বাংলাদেশের একটি গৌরবময় প্রতিষ্ঠান। করোনা মহামারীর সময়ে দেশের অন্য প্রতিষ্ঠানগুলো যেখানে কর্মী ছাঁটাই করেছে সেখানে ওয়ালটন নতুন ৫০০০ কর্মী নিয়োগ দিয়েছে। এজন্য ওয়ালটনকে সাধুবাদ জানাই।
একই অনুষ্ঠানে ওয়ালটনের নতুন মোবাইল ফোন ওয়ালটন এস এইট (S8) এর উদ্বোধন করা হয়৷ প্রতিমন্ত্রী পলক ওয়ালকার্ট ওয়েবসাইটের মাধ্যমে ফোনটি ক্রয় করে ওয়ালকার্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ওয়ালটন হাই টেক পার্ক ইন্ডাস্ট্রি এর ম্যানেজিং ডিরেক্টর গোলাম মুর্শেদ বলেন, আমরা ২০৩০ সালে ১০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করব, সেই লক্ষ্যে এগিযে যাচ্ছি আমরা।
তিনি আরও বলেন, ওয়ালটনের প্রতিটি প্রোডাক্ট ওয়ালকার্টে পাওয়া যাবে। আমি ওয়ালকার্টের উত্তরোত্তর উন্নতি কামনা করছি।