দেশের অন্যতম জনপ্রিয় চামড়াজাত পণ্য বিক্রয় প্রতিষ্ঠান ‘এসএসবি লেদার’ এ সানডে ডিল উপলক্ষে চলছে বিভিন্ন পণ্যে ৬৫% পর্যন্ত ডিসকাউন্ট। সানডে ডিল উপলক্ষে আগামী ২৪ আগস্ট রাত ৯টা এসএসবি লেদার ওয়েবসাইটে পর্যন্ত জুতা, ব্যাগ, বেল্ট ও মানিব্যাগে চলবে এই ডিসকাউন্ট। সম্পূর্ণ পেমেন্ট নিশ্চিত করার সর্বোচ্চ ৭ থেকে ১০ কর্ম দিবসে এই অফারের পণ্যগুলো ডেলিভেরি দেওয়া হবে বলে জানিয়েছেন এসএসবি লেদারের সিইও আরিয়ান আহমেদ।
এই অফার ও এসএসবি লেদারের পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে হবেঃ https://ssbleather.com/sunday-deals
উল্লেখ্য,এসএসবি লেদার দেশের জনপ্রিয় একটি চামড়াজাত পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান যারা অফলাইন এবং ই-কমার্সের মাধ্যমে পণ্য বিক্রি করে। প্রতিষ্ঠানটি ওয়ালেট, জুতা, বেল্ট, মানিব্যাগ, লেডিস ব্যাগসহ চামড়াজাত বিভিন্ন পণ্যের মাধ্যমে গ্রাহকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।