উদ্যোক্তাদের ব্যাবসা বৃদ্ধির জন্য ই-কমার্স ও ডিজিটাল বিজনেসের ট্রিক্স ও টিপস ট্রেনিং সেশন এর আয়োজন করেছিল অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ।
গতকাল ক্লাবের ধানমন্ডির হলরুমে প্রায় ৬০ জন উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই ট্রেনিং কর্মশালা।
ক্লাবের গভর্নিং কমিটির চেয়ার ও মেডিস্টোর এর সিইও কামরুল হাসান বলেন আমাদের ক্লাবের উদ্যোক্তাদের জন্য সব সময় আমরা নলেজ বেইজড ট্রেনিং দেওয়ার চেষ্টা করি এবং এই ধরনের একটি ট্রেনিং করতে উদ্যোক্তাদের যাতে অতিরিক্ত খরচ না হয় সেজন্য এই ধরনের ট্রেনিং বেশিরভাগই আমরা ফ্রি আয়োজন করে থাকি। এখানে শুধুমাত্র ক্লাবের নিবন্ধিত সদস্যরা অংশগ্রহণ করতে পারে।
ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ রাহুল বলেন, এখন আর এনালগ বিজনেস বলে কিছু নেই। সবকিছুই ডিজিটাল। তাই ডিজিটাল বিজনেসে ভালো করতে হলে কিছু ট্রিক্স এবং টিপস জানা দরকার, আর সেটা থেকে আমাদের এই উদ্যোগ।
প্রায় তিন ঘণ্টার সেশনে উপস্থিত উদ্যোক্তাদের তাদের উদ্যোগের জন্য কি কি ধরনের ডিজিটাল ট্রিকস ও টিপস জানা থাকা দরকার সেগুলো নিয়ে হাতে কলমে উদাহরণসহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন জনপ্রিয় ডিজিটাল মার্কেটর এবং আইএমবিডি এর সিইও এবং ক্লাবের ফাউন্ডার মেম্বার জনাব শামীম আহমেদ। তিনি প্রায় ১৩ বছর ধরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ডিজিটাল সার্ভিস দিয়ে আসছেন। আর তার অভিজ্ঞতা থেকে তিনি বিভিন্ন গ্রাহকের ডিজিটাল সেবা ও সমস্যার ধরন নিয়ে আলোচনা করেন উদ্যোক্তাদের মাঝে। উপস্থিত সকল উদ্যোক্তাদের কিছু ট্রিক্স টিপস জানিয়ে দেন যাতে তারা সহজেই কোন এজেন্সির সহায়তা ছাড়াই প্রাইমারি লেভেলের থেকেও বেশি কিছু ডিজিটাল সার্ভিস নিজেই ব্যবহার করতে পারেন।
ট্রেনিং মডারেটর ও কর্পোরেট অ্যাফেয়ার্স এর ডিরেক্টর এবং ক্রাফটিমেশান সিইও ফারজানা ইসলাম মৌরি বলেন, আমরা সব সময় সময়োপযোগী এবং ইন্ডাস্ট্রি বেইসড ট্রেনিং আমাদের ক্লাবের নিবন্ধিত সদস্যদের জন্য আয়োজন করার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম হয়নি। ক্লাবের সকল অফলাইন ও অনলাইন পণ্য ও সার্ভিস সেবাদানকারী উদ্যোক্তারা যাতে ডিজিটাল বিজনেস এর ট্রিক্স ও টিপস জানতে পারে সেজন্য আজকের এই ট্রেনিং সেশন। যারা অফলাইন বিজনেস করেন তাদের ডিজিটাল সম্পৃক্ততা কেন লাগবে সেটিও এই সেশানের মাধ্যমে ট্রেইনার তুলে ধরেন।
ক্লাবের ফাউন্ডার ও নেক্সক্রাফট এর সিইও মোহাম্মদ শাহরিয়ার খান বলেন ডিজিটাল প্রোমোশন বা ডিজিটাল সার্ভিস মানেই আমরা অনেকেই এখনো ফেসবুকেই বুঝি। অথচ অনেকগুলো সোশ্যাল প্লাটফর্ম কে আমরা আমাদের কাস্টমার হিসাবে টার্গেট করিনা। সেই চিন্তাটা আমাদের উদ্যোক্তাদের মাঝে কিভাবে আনা যায় এবং তার মাধ্যমে একজন উদ্যোক্তা কিভাবে তার সেলস ও ব্র্যান্ডিংটাকে আরেকটু বেশি করতে পারে সেই আয়োজন করার চেস্টা আজকে ছিল।
ক্লাবের বর্তমান ইসি প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর হিমু চৌধুরী বলেন, প্রতি মাসেই ক্লাবের পক্ষ থেকে আমরা আমাদের নিবন্ধিত সদস্যদের জন্য অনলাইন ও অফলাইন ট্রেনিং এর আয়োজন করে থাকি যা আমাদের নিজস্ব সহযোগিতায় হয়ে থাকে। সরকারের কাছে অনুরোধ করব আমাদের এই আয়োজনগুলো যাতে আরো বিস্তৃতভাবে করতে পারি সেই দিকে যেন লক্ষ দেয়া হয় এবং আমাদের মত বেসরকারি উদ্যোক্তা সংগঠনগুলোকে যেন সহায়তা করা হয়। আমাদের পরিকল্পনা আছে খুব শীঘ্রই আমরা বিভাগীয় পর্যায়ে ডিজিটাল বিজনেসের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে হাতে কলমে উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব।
ক্লাবের ফাউন্ডার মেম্বারগন, নিবন্ধিত সদস্যগন ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মোহাম্মদ সোলায়মান আহমেদ জিসান, মেম্বার সার্ভিস সম্পাদক চয়ন সাহা, জনসংযোগ সম্পাদক রাবেয়া খাতুন লাকি এবং ক্লাব কো-অর্ডিনেটর আফসানা হাওলাদার নদীসহ প্রমুখ। এছাড়াও ছিলেন আর কে কমিউনিকেশন এর সিইও মোঃ রেজাউল করিম, এক্সট্রা মাইল এর সিইও এজ কার্ড তাসলিমা সুলতানা, নিউট্রা উইনএর সিইও আলী আফরোজ, কন্সেপচ্যুয়াল ইন্টেরিয়র সল্যুশন এর সিইও নুসরাত রুবাইয়া, এস আর ল্যান্ড কন্সাল্টেন্সি ফার্ম এর সিইও হনুফা আক্তার, সিকিউরিটি ৩৬০ এর সিইও মোঃ আবদুল মতিন FCMA, আর্কি কিউব ডিজাইন স্ট্যুডিও এর সিইও ইসরাত জাহান, ওয়ান স্টপ হলিডেস এর সিইও মোঃ গোলাম মোস্তফা, ক্রিয়েটিভ সিটি টেকনোলজিস এর সিইও এস এম মাহমুদ শারাফত, এ কে ফার্ম এর সিইও আফরোজা শারমিন আশা, সফটরিও এর সিইও মোঃ আরিফ বিল্লাহ, গাজী এন্টারপ্রাইজ এর সিইও জি এম হাফিজুর রহমান, ট্রান্সমিট কন্সালটেন্সি এর সিইও ফেরদৌসি পারভীন, পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ নাসিমা আক্তার আখী, কন্সেপচ্যুয়াল ইন্টেরিয়র সল্যুশন এর সিইও মনজিত সরকার সাগর, চিলড্রেন টিউটরস এর সিইও আরিফ হোসাইন অনিক, ল’সেবা এর সিইও এডভোকেট শাকিল আহমেদ, মেসমো গ্যালারী বিডি এর সিইও মার্জিয়া খন্দকার মনা, ভেগা টেক এর সিইও মোহাম্মদ সেলিম, ব্লু মুন ট্রাভেল এর সিইও মোঃ আলাউদ্দিন
সোহো আরো অনেকে।
অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ বেসরকারিভাবে বাংলাদেশের প্রথম এবং সর্বাধিক জনপ্রিয় একটি উদ্যোক্তা কমিউনিটি প্ল্যাটফর্ম। যেখানে উদ্যোক্তারা নেটওয়ার্কিং, ট্রেনিং, মেন্টরিং, ফান্ডিং ও কমিউনিটি ডেভেলপমেন্ট এর মাধ্যমে নিজস্ব নেটওয়ার্কিং ও ব্র্যান্ডিং করে থাকে। প্রায় এক হাজার নিবন্ধিত উদ্যোক্তা ও ৭০ হাজারের অধিক সোশ্যাল উদ্যোক্তা ফলোয়ারের মাধ্যমে তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত