আলেম উলামাদের সমন্বয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে অনলাইনভিত্তিক মার্কেটপ্লেস কেনাকাটা ডট কম। আগামী বৃহস্পতিবার রাত ৯ টায় দেশ বরেণ্য আলেম ও উদ্যোক্তাগণকে নিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানায় কেনাকাটা টিম।
উদ্বোধনী অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনলাইন একটিভিস্ট সাইমুম সাদি, মোল্লা এগ্রো’র প্রতিষ্ঠাতা মুফতি মনোয়ার হোসেন, আইএফএসি এর সহযোগী প্রতিষ্টাতা ও পরিচালক মুফতি ইউসুফ সুলতান, গাইডনেস গ্রুপের চেয়ারম্যান ডা. হুসাইন মোহাম্মদ ফারুকী, চালডালের হেড ওফ গ্রোথ ওমর শরিফ ইবনে হাই, শাসি ডিলাক্স শপের প্রতিষ্টাতা ফজলে রাব্বি জুনায়েদ, তাফসির কারক মোহাম্মদ লুতফে রাব্বি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফয়সাল পাশা ও কাউমি উদ্যোক্তার প্রতিষ্টাতা এডমিন রোকন রাইয়ান। এছাড়া অনুষ্টানটির হোস্ট হিসেবে থাকবেন মুফতি সাইফুল্লাহ।
তারা জানায়, কেনাকাটা ডটকম আলেম ওলামা ও দ্বীনি মানুষজন নিয়ে দেশের প্রথম ই-কমার্স সাইট। কেনাকাটা নিজস্ব অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বস্ত সেলার, সাপোর্ট টিম ও টেকনিক্যাল টিম নিয়ে গ্রাহকদের সেবা দেওয়ার উদ্দেশ্যে কাজ করবে।