আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে আর নেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আরিফ আর হোসাইন। আজ সোমবার (৩০ আগস্ট) রাতে জাতীয় দৈনিক ইত্তেফাককে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ইভ্যালির বর্তমান ইস্যুতে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে ভুক্তভোগী জনসাধারণের জন্য তার ব্যক্তিগত মতামত জানতে চাইলে তিনি ইভ্যালির সাথে আর নেই বলে জানান। তিনি বলেন, যেহেতু এই মুহুর্তে আমি ইভ্যালিতে নেই, তাই ইভ্যালি নিয়ে মন্তব্য করা ভুল হতে পারে।
আরিফ আর হোসাইন জানান, তিনি এপ্রিল মাসে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবে যোগ দেন। যেখানে মে মাস পর্যন্ত তিনি তার দায়িত্বে ছিলেন। তার হিসেব মতে জুন মাস থেকে তিনি ইভ্যালি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আরিফ আর হোসাইন নিজেই এই চাকরী ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, ফেসবুকে অত্যন্ত জনপ্রিয় একজন লেখক আরিফ আর হোসেনের পুরো নাম শাহ্ মোহাম্মদ আরিফ রেজা হোসাইন। লেখালেখির পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছামূলক সংগঠনের সাথে সংযুক্ত আছেন তিনি।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক