ইভ্যালির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান শামসুদ্দিন চৌধুরী মানিকের আপসারণ চায় ইভ্যালির গ্রাহক ও মার্চেন্টরা। ২৯ অক্টোবর, বিকেলে শাহাবাগ এক মানববন্ধনে এই দাবি করেন তারা।
তারা বলেন, ইভ্যালিকে নিয়ে ভিত্তিহীন মন গড়া বক্তব্য দেওয়া পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কোন ভাবে এই পদে থাকতে পারে না।
একই সাথে ইভ্যালি সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরীনকেও মুক্তি দিয়ে এই বোর্ডের সাথে যুক্ত করার দাবি জানান। তারা বলেন, যেহেতু ইভ্যালি পরিচালনা করতেন তারা তাই তারাই জানে কিভাবে ইভ্যালিকে ঘুরে দাঁড় করাতে পারবে। ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন, ৪ মাস সময় দিলে ইভ্যালি তার দেনা পরিশোধ করতে পারবেন। ইভ্যালির আইনজীবী একটি টক শোতে বলেছেন, ৫ জন বিনিয়োগ কারি ইভ্যালিতে বিনিয়োগ করতে রাজি আছেন। তাই এই বোর্ডের সাথে যুক্ত করার দাবি জানান তারা।