ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করছে যমুনা গ্রুপ। যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস এন্ড অপারেশনস) ডক্টর মোহাম্মদ আলমগীর আলম আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগ করার ইভ্যালির আমন্ত্রণ জানানোর পর শুরুতে যমুনা গ্রুপ আগ্রহী হলেও পরবর্তীতে ইভ্যালির দায়-দেনা, ব্যবসায়িক কৌশল, বিক্রয় ও বিপণন কৌশল গভীরভাবে পর্যালোচনা ও বিচার বিশ্লেষণ করে যমুনা গ্রুপ বিনিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছে।
তিনি বলেন, অন্য কোন কোম্পানির কোন অভ্যন্তরীণ বিষয়ে যমুনা গ্রুপ কোন দায় অতীতেও নেয় নি, ভবিষ্যতেও নেবে না।
উল্লেখ্য, সম্প্রতি ই-কমার্স প্রতিষ্ঠান ইভালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেয় যমুনা গ্রুপ। তবে নানাবিধ আলোচনার পর যমুনা গ্রুপের কয়েকজন পরিচালক আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ থেকে সরে আসার ঘোষণা দেয় সম্প্রতি।