ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং সিইও মোহাম্মদ রাসেলকে ইভ্যালি পরিচালনা ও পাওনা পরিশোধে স্বেচ্ছায় ছয় মাস সময় দিতে সম্মতি জানিয়ে অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে তথ্য ও স্বাক্ষর সহ ফরম পূরণ করেছেন ইভ্যালির বিশ হাজার মার্চেন্ট ও গ্রাহক।
আজ উক্ত ২০ হাজার স্বাক্ষরিত একটি কপি হাইকোর্ট কর্তৃক গঠিত ইভ্যালি পরিচালনা বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর মাহবুব কবির মিলন এর নিকট পৌঁছে দিয়েছেন আন্দোলন সমন্বয়ক মোঃ নাসির উদ্দিন সহ অন্যান্য ভোক্তাগণ। তাছাড়াও ইতোমধ্যেই তারা বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, ই-ক্যাব ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গণ স্বাক্ষরের কপি জমা দিয়েছেন।
এ প্রসঙ্গে ইভ্যালি ফ্যানস ক্লাবের প্রতিষ্ঠাতা মোফতাসিম বিল্লাহ নাহিদ বলেন, আমাদের প্রচেষ্টা সর্বোচ্চ চলবেই, প্রয়োজন শুধু আপনাদের সাপোর্ট।
একটি মন্তব্য
ইভ্যালি পিরে গ্রাহকদের জন্য কাজ করবে আর কয়েকটা দিন,,,আমরা টাকা বা পন্য পাইব সবাই ইভ্যালির পাশে আছি তাকব