ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের মুক্তির দাবিতে এবার গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে গ্রাহকরা। সোমবার বিকেলে প্রতিষ্ঠানটির ধানমন্ডি কার্যালয়ের সামনে স্বাক্ষর গ্রহণ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেয় ই ড্রিমার্স, বাংলাদেশ ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন গ্রুপ সহ ইভ্যালির গ্রাহক ও সেলাররা।
এসময় তারা অতিদ্রুত সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি দাবী করেন।
বাংলাদেশ ই কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন গ্রুপের সভাপতি জুবায়ের আহমেদ হৃদয় বলেন, আমরা ঢাকার বাইরের ইভ্যালি গ্রাহকদেরও স্বাক্ষর নিচ্ছি। অতিদ্রুতই আমরা গণস্বাক্ষর ও স্বারকলিপি সরকারের বিভিন্ন দপ্তরে পাঠাব।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয়। মুহূর্তে সেই খবর ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখে ইভ্যালি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন গ্রাহকরা।