আস্থা যখন চিন্তার তরঙ্গ শক্তির সাথে মিলিত হয় তখন মনের অবচেতন অংশ তাৎক্ষণিক সেই তরঙ্গ ধরে ফেলে, ঐশ্বরিক পর্যায়ে রূপান্তরিত করে এবং একে অসীম বুদ্ধিমত্তার কাছে পৌঁছে দেয়, যেমনটা আমরা দোয়া চাইতে করে থাকি।
আস্থা, প্রেম ও যৌনতা; এই তিনটি হচ্ছে ইতিবাচক আবেগগুলাের মধ্যে সবচেয়ে শক্তিশালী। যখন এই তিনটি একত্রিত হয় তখন তারা এমন রঙের সৃষ্টি করে যা তরঙ্গ শক্তি আকারে তাৎক্ষণাৎ অবচেতন মনে পৌঁছে যায়, যেখানে এটা ঐশ্বরিক পর্যায়ে পরিবর্তন হয়। আর এটাই হচ্ছে অসীম বুদ্ধিমত্তার দর্শন পাওয়ার একমাত্র পথ।
প্রেম ও আস্থা-এগুলাে হচ্ছে মানসিক অবস্থা, যা ব্যক্তির আত্মিক দিকের সাথে সম্পৃক্ত। যৌনতা পুরােপুরি একটি জৈব রাসায়নিক ব্যাপার এবং এটা শুধু দৈহিক দিকের সাথে সম্পৃক্ত। এগুলাে একে অপরের সাথে মিলিত হলে একজন ব্যক্তির সচেতন মন ও অসীম বুদ্ধিমত্তার সাথে যােগাযােগের একটি সরাসরি পথ তৈরি হয়। অসীম বুদ্ধিমত্তা বলতে সৃষ্টিকর্তা বা এক ধরনের সর্বব্যাপী চেতনাকে বােঝায় যা আপনাকে, আমাকে ও আমাদের সকলকে সৃষ্টি করেছে। এই চেতনা একটি ইতিবাচক চেতনা।
আমরা যখন অসুস্থ হয়ে পড়ে বা বিপদে পড়ি তখন এই চেতনাই আমাদেরকে সুস্থ হতে বা সমাধান খুঁজে পেতে সহায়তা করে। এই দর্শনকে নতুন চিন্তা নামেও অবিহিত করা হয়। এটাকে এক ধরনের বিশ্বাস বলা যেতে পারে যা ভালাে ও উপকারী চিন্তা করতে উৎসাহিত করে বা ভালােবাসা রূপেও চিন্তা করা হয় যেন এই পৃথিবীর সবাই একে অপরকে ভালােবাসে ও একে অপরকে বিপদে আপদে সহয়তা করবে। এখান থেকেই ইতিবাচক চিন্তা, সৃজনশীল চিন্তা, আকর্ষণ সূত্র ও ব্যক্তিগত ক্ষমতার উৎপত্তি ধরা হয়। আমাদের চিন্তাশক্তির অনেক বড় ক্ষমতা রয়েছে। আমরা যা চিন্তা করি আমরা তাই।
সেজন্য আমাদের চিন্তাশক্তিকে নিয়ন্ত্রণ করা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি জীবনে উন্নতি করতে চাই তবে আমদেরকে উন্নতির চিন্তাই করতে হবে।