দেশের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট (aleshamart.com) বাইকারদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। আলেশা মার্টে পিএইচপি অটোমোবাইল পন্য কিনলে থাকছে ১০% ছাড়। এছাড়াও থাকছে ১৫ দিনে ফ্রি ক্যাশ অন ডেলিভারি অফার। এক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য।
উল্লেখ্য, আলেশা মার্ট- বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান আলেশা হোল্ডিংসের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ২০১৮ সালে আলেশা হোল্ডিংস যাত্রা শুরু করে।