ই-কমার্স প্লাটফর্ম থলে ডটকম কোয়ালিটি কন্ট্রোল এর উপর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (আইএসও) সার্টিফিকেট অর্জন করেছে। রবিবার (২৯ আগস্ট) ISO 9001:2015 সনদ লাভ করে ।
আইএসও সার্টিফিকেট অর্জনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সাকিব ইউ মুন্না উচ্ছাস প্রকাশ করে বলেন, “থলে ডটকম যাত্রা শুরুর প্রথম থেকেই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করে দ্রুত সময়ে কাস্টমারদের ডেলিভারি দিয়ে আসছে। গুণগত পণ্যের মান নিশ্চিত করে সারাদেশব্যাপী ডেলিভারি কার্যক্রম চলমান রয়েছে। করোনা মহামারীর সময়ও ডেলিভারি কার্যক্রম সামান্যতম বিঘ্ন ঘটে নি । তাই কাস্টমাররা আমাদের উপর আস্থা রেখে আমাদের সাথে যুক্ত থাকছে। আমরা চাই প্রতিটি গ্রাহক আস্থার সাথে থলে ডট কমের মাধ্যমে তার প্রয়োজনীয় পণ্যটি ক্রয় করবে । ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর।”
উল্লেখিত, ই-কমার্স প্লাটফর্ম থলে ডটকম যাত্রা শুরু করেছে এ বছরের পহেলা মার্চ। যাত্রা শুরুর কয়েক মাসের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ই-কমার্স প্লাটফর্ম টি । সম্প্রতি ই-কমার্স এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ই -ক্যাব এর সদস্যপদ লাভ করেছে থলে ডট কম।