যাত্রা শুরু করলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-র নিজস্ব ই-লার্নিং প্লাটফর্ম পিআইবি লার্নিং (http://pibelearning.gov.bd)। সংবাদকর্মী, সাংবাদিকতার শিক্ষার্থী ও সাংবাদিকতায় আগ্রহী তরুণদের অনলাইনে প্রশিক্ষণ সেবা দেওয়ার জন্য এ উদ্যোগ।
প্লাটফর্মটি তৈরি, ব্যবস্থাপনা থেকে শুরু করে সমন্বয়ের কাজে ছিলেন পিআইবি মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক জাফর ওয়াজেদ। নিয়মিত সাংবাদিকতা বিষয়ক বিভিন্ন কোর্স এবং প্রশিক্ষণ থাকবে এই প্ল্যাটফর্মে। বিস্তারিত জানতে ভিজিট করতে হবে http://pibelearning.gov.bd/