অনলাইন সোশ্যাল মিডিয়ার এই সময়ে চারদিকে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিড়। এই দৌড়ে নিজের উদ্ভাবনী ধারণাকে ব্যবহার করে উদ্যোক্তাদের ব্যবসায় প্রবৃদ্ধির কৌশল শেখাতে রাজধানীর মোহাম্মাদপুর থানার অন্তর্গত বর্ধিত শহরতলী বসিলায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী কর্মশালা। কর্মশালায় গাইবান্ধা, গাজীপুরের কাপাসিয়াসহ ঢাকার বাহিরের অনেকগুলো জেলা থেকেও এই প্রোগ্রামে অংশগ্রহন করেছে কয়েকজন উদ্যোক্তা। প্রশিক্ষণার্থীদের চাহিদার কারণে আগামী মাস থেকে একাধিক কর্মশালা অনুষ্ঠানের আভাস মিলেছে আয়োজকদের পক্ষ থেকে।
কনটেন্ট কিং এবং হেল্পারবিডির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালাটিতে অংশ নেন প্রায় শতাধিক অনলাইন উদ্যোক্তা ”Behind The Sales Growth” শীর্ষক এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কনটেন্ট কিং প্রতিষ্ঠাতা মো: ইকরাম।
প্রশিক্ষণ বিষয়ে তিনি বলেছেন, উদ্যোক্তাদের সেলস নিয়ে বর্তমানে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ফেসবুকের বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট এবং বাজারে অনেক নতুন উদ্যোক্তাদের আগমনে যেই প্রতিযোগীতা তৈরি হয়েছে, তার কারনে সেলস এর পিছনে মার্কেটিং খরচ বেড়ে গিয়েছে, তাতে বিজনেসে বেশির ভাগ খুব বড় ভাবেই আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। উদ্যোক্তাদের প্রতি সেলসের বিপরীতে খরচ কমিয়ে আনতেই বিশেষ এ ট্রেইনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
কর্মশালায় অংশনেয়া হারামাইন স্টোরের কো-ফাউন্ডার ফয়সাল আহমেদ জানিয়েছেন, ওয়ার্কশপ থেকে তিনি বিজনেস গ্রোথের যে নির্দেশনাগুলো পেয়েছেন, তা বিজনেসের এই কঠিন চ্যালেঞ্জ মুহুর্তকে মোকাবিলায় সহায়ক হবে। এছাড়াও প্রাচীন শপ এর স্বত্ত্বাধিকারী সোহেল ইবনে আব্দুল্লাহ জানান, প্রতি নিয়ত নতুন নতুন উদ্যোক্তা বাজারে আসার কারনে প্রতিযোগিতা বাড়ছে। এই প্রতিযোগিতার বাজারে বিজনেস ও সেলস বিষয়ক দক্ষতা অর্জন ছাড়া টিকে থাকা সম্ভব নয়, সেজন্যই তিনি এই কর্মশালায় যোগ দিয়েছেন। তিনি বলেন, টানা ৮ ঘন্টার এই ইনফরমেটিভ সেশান এত উপভোগ্য ছিল যে একবারের জন্য বোরিং ফিল হয়নাই। সব শেষ একটা কথাই সবার উদ্দেশ্যে বলতে চাই শুধু মাত্র মোটিভেশান কে ধারন করে অনলাইনে বিজনেস এ আসবেন না। শুধুমাত্র সেলস নির্ভর বিজনেস টার্গেট নিয়ে এই বিজনেস এ না এসে আগে জেনে শিখে তবেই ব্যাবসায় নামুন।
আয়োজক প্রতিষ্ঠান হেল্পারবিডির ম্যানেজিং ডিরেক্টর ওয়াজেদ আলী বলেন, বিজনেসের প্রতিটা সেলে ফেসবুকের অ্যাড বাজেট বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। মার্কেটিং নিয়ে সঠিক দক্ষতা না থাকলে, এই অ্যাড খরচের লাগাম টানা সম্ভব নয়। সেই জন্যই উদ্যোক্তাদের জন্য প্রথমবারের দক্ষতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।
কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণ গ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা সেরা ৩জনকে হেল্পারবিডির সৌজন্যে অ্যাড অ্যাকাউন্ট ও ৫০ ডলার অ্যাড ক্রেডিট দেয় হয়।