ঈদে ডিজিটাল হাটে মোট ২৭৩৫ কোটি ১১ লাখ ১৫ হাজার টাকার কোরবানির পশু বিক্রি হয়েছে। ডিজিটাল হাটে মোট পশু বিক্রির দৈনিক হিসাব দিয়ে এই তথ্য জানিয়েছে হাট পরিচালনাকারী সংগঠন ই-ক্যাব।
সংগঠনটির দেয়া তথ্য অনুযায়ী,২০ জুলাই পর্যন্ত এই হাট থেকে সরাসরি মোট এক হাজার ৫৫৬টি পশু বিক্রি হয়েছে ডিজিটাল হট ডট নেট থেকে। এর মধ্যে স্লটারিং বুকিং হয় ২৬৪টি পশু। এসক্রো সার্ভিসে বিক্রি হয় ২৪টি পশু।
এছাড়া ডিজিটাল এই হাটে মোট দর্শনার্থী ছিলো নয় লাখ ৬০ হাজার ৮০৮টি। এর মধ্যে এই ডিজিটাল হাটের মাধ্যমে সারা দেশে বিক্রি হয়েছে মোট ৩ লাখ ৮৭ হাজার ৫৭৯টি পশু। এসব পশু বিক্রি নিয়ে ৬১৫টি ইনবাউন্ড কলা গ্রহণ করেছে ই-ক্যাব। নিষ্পত্তি করেঠে ১২৭টি অভিযোগ।
প্রসঙ্গত, শুরুতে ২৪১টি ডিজিটাল কোরবানির হাট সংযুক্ত করে গত ১৩ জুলাই জাতীয় পর্যায়ে এই হাটের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। উদ্বোধনের পরপরই ৩ মিনিটে এসক্রো সার্ভিসে একটি সাদা-কালো গরু কিনেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এরপর এই হাটে যুক্ত হয় মোট ৬৬৪টি হাট।
ঢাকা উত্তর সিটি করপোরেশন, বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশন, এটুআই, একশপ ও ই-ক্যাবের উদ্যোগে পরিচালিত হচ্ছে এই হাট।